তালপাতার পাখা

South 24 Parganas News : তালপাতার বিশালাকার পাখার বেড়েছে বিক্রি! কারণ জানলে অবাক হবেন

দক্ষিণ ২৪ পরগনা: গরমের হাত থেকে রেহাই পেতে একসময় ভরসা ছিল তালপাতার পাখা। ক্রমে সেই পাখার জায়গা নিয়েছে ইলেকট্রিক পাখা। তবে এখনও অনেক জায়গায় বিশেষ করে গ্রামের দিকে বিক্রি হয় এই তালপাতার পাখা। তবে সেই পাখা শুধুমাত্র গরমের জন্য নয় ঠাকুরের জন্য কিনছে আমজনতা।

যুগের সঙ্গে তাল মিলিয়ে পাখার চাহিদা কমলেও ঠাকুরের জন্য তৈরি বিশাল আকারের ম্যাগনাম সাইজের পাখার বিক্রি বেড়েছে। ফলে এই পাখা তৈরির দিকে ঝুঁকেছেন শিল্পীরা। এই পাখার উপর বিভিন্ন ধরণের ডিজাইন করা হয়। এই পাখা মোটামুটি ২০০ টাকা দামের মধ্যেই পাওয়া যায়। ছোট পাখার দামও বেশ কম মাত্র ৩০ টাকা।

আরও পড়ুন : ক্ষমতাভেদে মহিলাদের সঙ্গে পুরুষদের আচরণ বদলে যায়: ‘লজ্জা’র পরিচালক অদিতি

আরও পড়ুন : অল্লু অর্জুনের বাড়ি তছনছ করলেন ভক্ত! জন্মদিনে তারকার সঙ্গে একী কাণ্ড, তোলপাড় নেটপাড়া

এই পাখাগুলি কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। এই তালপাতার পাখা তৈরির জন্য মূল উপাদান হল তালপাতা। সেই তালপাতার দামও বেড়েছে। কিন্তু পাখার বিক্রি কমেছে। ফলে তালপাতার হাতপাখা তৈরির ইচ্ছা হারাচ্ছে ব্যবসায়ীরা। তবে ঠাকুর ঘরের জন্য বড় আকারের শৌখিন তালপাতার পাখা বিক্রি বাড়ায় কিছুটা হলেও খুশি তাঁরা। আগামীতে তাঁরা এই পাখাই তৈরি করবেন বলে জানিয়েছেন।

নবাব মল্লিক