গারুয়ের জল উপচে প্লাবিত রেলপার এলাকা।

Garui River: দু’দিনের বৃষ্টিতেই নদী উপচে বাড়িতে ঢুকে পড়েছে জল, ফের গারুই নদী সংস্কারের দাবি

পশ্চিম বর্ধমান: মাত্র দু’দিনের ভারী বৃষ্টিতেই প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের বহু এলাকা। আসানসোলের ছবিটাও বেশ ভয়াবহ। বিশেষ করে গারুই নদীর জল উপচে আসানসোল রেলপাড় সহ বেশ কয়েকটি এলাকা ডুবে গিয়েছে। ঘরবাড়ি, দোকানে ঢুকেছে জল। বাধ্য হয়ে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে ফের একবার গারুই নদী সংস্কারের দাবি জোরালো হয়ে উঠল।

উল্লেখ্য, আসানসোলের নিকাশি ব্যবস্থার একটা বড় অংশ নির্ভর করে গারুই নদীর উপর। কিন্তু দীর্ঘদিন ধরার সংস্কারের অভাবে এই নদীতে আবর্জনা জমতে জমতে তা কার্যত মজে গিয়েছে। পাশাপাশি নদী দখল করে নির্মাণের অভিযোগও রয়েছে। যদিও দীর্ঘদিন পর আসানসোল পুরসভা গারুই নদী সংস্কারের দিকে নজর দিয়েছে। কিন্তু স্থানীয়দের দাবি, নদী দ্রুত সংস্কার করা হোক। নয়ত দু থেকে তিন ঘণ্টা টানা ভারী বৃষ্টিপাত হলেই এমন দুর্ভোগের সম্মুখীন হতে হবে নদীপাড়ে বসবাসকারীদের।

আর‌ও পড়ুন: অজানা কারণে বাংলা-ঝাড়খন্ড নৌকা পরিষেবা বন্ধ, আর্থিক সঙ্কটে রাজ্যের মাঝিরা

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজাও বাড়ছে। তবে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানিয়েছেন, নদী সংস্কারের কাজ চলছে। আগের থেকে পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে। কিন্তু যেহেতু টানা ভারী বৃষ্টিপাত হয়েছে, তাই নদীর জলস্তর বেড়েছে এবং নদীর জল বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে। কিন্তু এলাকার মানুষের পাশে সবসময়ই থেকেছে পুরনিগম। তাদের দিকে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সবাইকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে স্থানীয়দের দাবি, যত দ্রুত সম্ভব সংস্কার করা হোক এই নদীর।

নয়ন ঘোষ