Tag Archives: Bakkhali

Bakkhali tornedo: সমুদ্রে টর্নেডোর কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা! উদ্ধার মৎস্যজীবীর নিথর দেহ

দক্ষিণ ২৪ পরগনা: টর্ণেডোর কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হল শেষ মৎস্যজীবীর নিথর দেহ। মৃত মৎস্যজীবীর নাম পাদুরি দাস। বকখালি থেকে আরও গভীরে সমুদ্রে ওই মৎস্যজীবীর দেহ ভাসছিল।

ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ সেই দেহ উদ্ধার করে নামখানা ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বুধবার মৃতদেহেহের ময়নাতদন্ত করা হবে কাকদ্বীপ মহাকুমা হাসপাতালের মর্গে। এদিকে ট্রলারডুবির ঘটনায় ৮ মৎস্যজীবীর দেহ মিললেও পাদুরি দাসের দেহ পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছিল ঘুমন্ত অবস্থায় ট্রলারের মধ্যে থেকে ছিটকে বেরিয়ে যায় ওই মৎস্যজীবী। তারপর ওই মৎস্যজীবীর সলিল সমাধি ঘটে।

আরও পড়ুন: অবশেষে স্বস্তির বৃষ্টি! পুজোর আগে নিন্মচাপের পূর্বাভাস, লাগাতার বৃষ্টির সম্ভাবনা গৌড়বঙ্গে

ফলে এক এক করে যখন দেহগুলি আসছিল। তখন পাদুরি দাসের দেহ না আসায় কান্নায় ভেঙে পড়েছিল ওই মৎস্যজীবীর পরিবারের লোকজন। বর্তমানে দেহ মিলতেই খবর দেওয়া হয়েছে নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সদস্যদের।

আরও পড়ুন: সিকিম যাওয়ার পথে বড় বিপদ! পুজোর আগে বন্ধ বাংলা-সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক

উল্লেখ্য গত শুক্রবার ভোর রাতে সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়ে এফবি বি গোবিন্দ ট্রলার উল্টে যায়। সেই ঘটনায় ৮ জনের মৃতদেহ উদ্ধার হয় ট্রলারের কেবিন থেকে। মোট ১৭ জন মৎস্যজীবী ছিলেন ওই ট্রলারে। বাকি ৬ জনকে অবশ্য জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাঁরাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

Adult Relationship news: বকখালির হোটেল যেন ‘নোংরামির’ আস্তানা! ধৃত ৫, লজ্জায় মাথা হেঁট সকলের

নামখানা: রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালি। সেখানের হোটেলেই লুকিয়ে চলছে কুকর্ম। এমন খবর পেয়েই সেখানে হানা দেয় সুন্দরবন পুলিশ জেলার পুলিশ।

এরপর হাতেনাতে মধুচক্রে জড়িত থাকার অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে অন্যতম দুই ব্যক্তি হলেন মদন পাত্র ও ভৃগুরাম রানা। এরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে মধুচক্র চালানোর উৎসাহ জোগাতো‌। আগেও এই কাজ করেছে তারা, সেই পদ্ধতিতেই অরূপ দাস ও কৌশিক প্রধানকে নিয়ে হোটেল নীল আকাশে যায় মধুচক্রের দালালরা। সুন্দরবন পুলিশ জেলার পুলিশও খবর পেয়ে সেখানে পৌঁছে যায়।

আরও পড়ুন: আরজি করে ধর্ষণ-খুনে জড়িত নয় সন্দীপ- অভিজিৎ? আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের

মধুচক্রে জড়িত থাকার অভিযোগে হোটেলের মালিক বিকাশ মল্লিককেও গ্রেফতার করা হয়েছে। ধৃত ৫ ব্যক্তির বিরুদ্ধে পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের কাকদ্বীপ মহাকুমা আদালতে পাঠিয়ে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

আরও পড়ুন: রান্নার তেলেই লুকিয়ে বিপদ! হার্ট ভাল রাখতে খাবারে এই ৫ তেল একদম ব্যবহার করবেন না

শুক্রবার এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন সুন্দরবন পুলিশ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তুভদ্বীপ্ত আচার্য। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তার খতিয়ে দেখছে পুলিশ। বকখালির এই ঘটনায় হতবাক সকলে।

Independence Day 2024: উপকূলে ঘরে ঘরে জাতীয় পতাকা, ‘হর ঘর তিরঙ্গা’-য় ছবি তোলার হিড়িক

স্বাধীনতা দিবসের প্রাক্কালে 'হর ঘর তিরঙ্গা' নিয়ে উন্মাদনা দেখা দিল দক্ষিণ ২৪ পরগনায়। যে কোনো ব্যক্তি জাতীয় পতাকা নিয়ে ছবি তুলে হর ঘর তিরঙ্গা ডট কমে গিয়ে পোস্ট করলে পাবেন সার্টিফিকেট।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘হর ঘর তিরঙ্গা’ নিয়ে উন্মাদনা দেখা দিল দক্ষিণ ২৪ পরগনায়। যে কোনো ব্যক্তি জাতীয় পতাকা নিয়ে ছবি তুলে হর ঘর তিরঙ্গা ডট কমে গিয়ে পোস্ট করলে পাবেন সার্টিফিকেট।
মথুরাপুর-২ ব্লকের জয়কৃষ্ণপুরে দেখা গেল পতাকার সঙ্গে দেওয়া হয়েছে গাছ। যা নিয়ে ছবি তুলেছেন স্থানীয়রা।
মথুরাপুর ২ নং ব্লকের জয়কৃষ্ণপুরে দেখা গেল পতাকার সঙ্গে দেওয়া হয়েছে গাছ। যা নিয়ে ছবি তুলেছেন স্থানীয়রা।
ফ্রেজারগঞ্জে উপকূলরক্ষী বাহিনীকে দেখা গিয়েছে এই কর্মসূচির অধীনে পতাকা নিয়ে মিছিল করতে। সেকানে অনেকেই অংশগ্রহণ করেছিলেন।
ফ্রেজারগঞ্জে উপকূলরক্ষী বাহিনীকে দেখা গিয়েছে এই কর্মসূচির অধীনে পতাকা নিয়ে মিছিল করতে। সেকানে অনেকেই অংশগ্রহণ করেছিলেন।
জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়াও অংশগ্রহণ করে এই কর্মসূচিতে। আনন্দের সঙ্গে উৎসবের মেজাজে চলেছে এই কর্মসূচি।
জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়াও অংশগ্রহণ করে এই কর্মসূচিতে। আনন্দের সঙ্গে উৎসবের মেজাজে চলেছে এই কর্মসূচি।
অনেক জায়গায় এই কর্মসূচির অধীনে বসানো হয় গাছ। নারকেল গাছ ও ঝাউগাছ সহ একাধিক গাছ, সঙ্গে জাতীয় পতাকার ছবি দেখা গিয়েছে।
অনেক জায়গায় এই কর্মসূচির অধীনে বসানো হয় গাছ। নারকেল গাছ ও ঝাউগাছ সহ একাধিক গাছ, সঙ্গে জাতীয় পতাকার ছবি দেখা গিয়েছে।
বকখালির সমুদ্র সৈকতেও পালিত হয়েছে এই অনুষ্ঠান। এতে অনেক পর্যটকও অংশগ্রহণ করেন।
বকখালির সমুদ্র সৈকতেও পালিত হয়েছে এই অনুষ্ঠান। এতে অনেক পর্যটকও অংশগ্রহণ করেন।

Rain Alert: ফের ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ! হু হু করে বাড়ছে নদী ও সমুদ্রের জল, দিনভর বৃষ্টি-বজ্রপাত, বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে নদী ও সমুদ্রে জলের স্তর বৃদ্ধির সম্ভবনা। সামনেই রয়েছে অমাবস্যার কোটাল। সেজন্য বাড়বে জল।
উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে নদী ও সমুদ্রে জলের স্তর বৃদ্ধির সম্ভবনা। সামনেই রয়েছে অমাবস্যার কোটাল। সেজন্য বাড়বে জল।
এই জলের স্তর বৃদ্ধির ফলে উপকূলীয় এলাকার পর্যটকরা বড় ঢেউ দেখতে পাবে। বকখালিতে এই কয়েকদিন সমুদ্রের বড় ঢেউ দেখতে পাওয়া যাবে।
এই জলের স্তর বৃদ্ধির ফলে উপকূলীয় এলাকার পর্যটকরা বড় ঢেউ দেখতে পাবে। বকখালিতে এই কয়েকদিন সমুদ্রের বড় ঢেউ দেখতে পাওয়া যাবে।
সোমবার সমস্ত দিন বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে জেলায়। বৃষ্টির সঙ্গে ব্রজপাতের সম্ভবনা রয়েছে।
সোমবার সমস্ত দিন বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে জেলায়। বৃষ্টির সঙ্গে ব্রজপাতের সম্ভবনা রয়েছে।
২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলায়। যার জেরে জলের স্তর বৃদ্ধির সম্ভাবনা আরও বাড়বে।
২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলায়। যার জেরে জলের স্তর বৃদ্ধির সম্ভাবনা আরও বাড়বে।
বৃষ্টির জেরে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকছে যথাক্রমে ৩০ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টির জেরে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকছে যথাক্রমে ৩০ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আগামী এক সপ্তাহ আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবেনা। বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে সেক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে হবে।
আগামী এক সপ্তাহ আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবেনা। বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে সেক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে হবে।

Bakkhali: রাতে বকখালিতে হোটেলের ঘরে…মহিলা মেকআপ আর্টিস্টের ভয়ঙ্কর অভিযোগ! তদন্তে পুলিশ

বকখালি: বকখালিতে শুটিংয়ে এসে মেকআপ আর্টিস্ট এক মহিলাকে ধর্ষণের অভিযোগ। বকখালির আবাসিক হোটেলে এক মহিলা মেক-আপ আর্টিস্টকে ধর্ষণের অভিযোগে প্রোডাকশান ম্যানেজারকে গ্রেফতার করল ফ্রেজারগঞ্জ থানার পুলিশ।

ধৃত রাহুল ঘোষকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার বকখালিতে মিউজিক ভিডিওর শুটিং করার জন্য আসে একটি প্রোডাকশান টিম।

আরও পড়ুন: ‘শরীরের উপর দিয়ে চলে গেল’, দিঘার বিচে রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে নিয়ে যাওয়া হল মহিলাকে

শনিবার রাতে বকখালির একটি আবাসিক হোটেলে ওঠে ওই প্রোডাকশান টিমের সদস্যরা। ওই মহিলা মেক-আপ আর্টিস্টের অভিযোগ, ওই রাতে তাঁকে ধর্ষণ করে প্রোডাকশান ম্যানেজার রাহুল।

রবিবার থানায় অভিযোগ দায়ের হয়। রাতেই গ্রেফতার হয় নরেন্দ্রপুরের বাসিন্দা রাহুল। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। আজ আদালতে গোপন জবানবন্দি দেবেন নির্যাতিতা। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চাইছে পুলিশ।