স্মার্টফোন কেনার আগে কী কী জিনিস মাথায় রাখেন গ্রাহক? অবশ্যই ফিচার এবং দাম। তবে আরও একটা জিনিস নিয়ে অনেকেই মাথা ঘামান, সেটা হল রঙ। আসলে ফোনের রঙে ব্যক্তিত্ব ফুটে ওঠে। কেউ কেউ স্মার্টফোনকে শুধু যন্ত্র হিসেবেই দেখেন। তাঁরা দুটি রঙ বেছে নেন, সাদা এবং কালো।photo source collected

Personality Traits-Smartphones: কোন রঙের স্মার্টফোন ব্যবহার করেন? তা দেখেই বোঝা যাবে আপনার ব্যক্তিত্ব! রইল তালিকা

স্মার্টফোন কেনার আগে কী কী জিনিস মাথায় রাখেন গ্রাহক? অবশ্যই ফিচার এবং দাম। তবে আরও একটা জিনিস নিয়ে অনেকেই মাথা ঘামান, সেটা হল রঙ। আসলে ফোনের রঙে ব্যক্তিত্ব ফুটে ওঠে। কেউ কেউ স্মার্টফোনকে শুধু যন্ত্র হিসেবেই দেখেন। তাঁরা দুটি রঙ বেছে নেন, সাদা এবং কালো।photo source collected
স্মার্টফোন কেনার আগে কী কী জিনিস মাথায় রাখেন গ্রাহক? অবশ্যই ফিচার এবং দাম। তবে আরও একটা জিনিস নিয়ে অনেকেই মাথা ঘামান, সেটা হল রঙ। আসলে ফোনের রঙে ব্যক্তিত্ব ফুটে ওঠে। কেউ কেউ স্মার্টফোনকে শুধু যন্ত্র হিসেবেই দেখেন। তাঁরা দুটি রঙ বেছে নেন, সাদা এবং কালো।photo source collected
কিন্তু সবাই তো এমন নন। অনেকেই রঙিন স্মার্টফোন চান। তাঁদের জন্যই একাধিক রঙের স্মার্টফোন বাজারে আনছে কোম্পানিগুলো। মনোবিজ্ঞানীরা বলছেন, গ্রাহকের ফোনের রঙ তাঁর ব্যক্তিত্বের পরিচয় দেয়। সেটা কেমন?photo source collected
কিন্তু সবাই তো এমন নন। অনেকেই রঙিন স্মার্টফোন চান। তাঁদের জন্যই একাধিক রঙের স্মার্টফোন বাজারে আনছে কোম্পানিগুলো। মনোবিজ্ঞানীরা বলছেন, গ্রাহকের ফোনের রঙ তাঁর ব্যক্তিত্বের পরিচয় দেয়। সেটা কেমন?photo source collected
সাদা: মনোবিজ্ঞানীদের মতে, যাঁরা নানা রঙের ভিড়েও সাদা রঙের স্মার্টফোন পছন্দ করেন, তাঁরা পরিচ্ছন্নতাপ্রেমী। সাদা রঙের সঙ্গে সারল্যের যোগ রয়েছে। সাদা স্মার্টফোনের মালিককেও তাই সরল বলাই যায়। এঁরা সাধারণত যে কোনও বিষয়ে খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন। জিনিসের মান নিয়ে একটু খুঁতখুঁতে হন।photo source collected
সাদা: মনোবিজ্ঞানীদের মতে, যাঁরা নানা রঙের ভিড়েও সাদা রঙের স্মার্টফোন পছন্দ করেন, তাঁরা পরিচ্ছন্নতাপ্রেমী। সাদা রঙের সঙ্গে সারল্যের যোগ রয়েছে। সাদা স্মার্টফোনের মালিককেও তাই সরল বলাই যায়। এঁরা সাধারণত যে কোনও বিষয়ে খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন। জিনিসের মান নিয়ে একটু খুঁতখুঁতে হন।photo source collected
কালো: বেশিরভাগ গ্রাহক কালো রঙই পছন্দ করেন। স্টাইলিশ দেখায়ও। তাছাড়া কালো রঙ হলে দাগ ছোপ নিয়ে চিন্তা করতে হয় না। ময়লা পড়লেও বোঝা যায় না খুব একটা। যাঁরা কালো রঙের স্মার্টফোন কেনেন তাঁদের ব্যক্তিত্বে পরিশীলিত ভাব, পেশাদারিত্ব, শক্তি এবং কমনীয়তার মতো বৈশিষ্ট্য রয়েছে। পাশাপাশি কালো রঙ বেঁচে থাকার প্রবৃত্তিও নির্দেশ করে।photo source collected
কালো: বেশিরভাগ গ্রাহক কালো রঙই পছন্দ করেন। স্টাইলিশ দেখায়ও। তাছাড়া কালো রঙ হলে দাগ ছোপ নিয়ে চিন্তা করতে হয় না। ময়লা পড়লেও বোঝা যায় না খুব একটা। যাঁরা কালো রঙের স্মার্টফোন কেনেন তাঁদের ব্যক্তিত্বে পরিশীলিত ভাব, পেশাদারিত্ব, শক্তি এবং কমনীয়তার মতো বৈশিষ্ট্য রয়েছে। পাশাপাশি কালো রঙ বেঁচে থাকার প্রবৃত্তিও নির্দেশ করে।photo source collected
লাল: লাল তারুণ্যের প্রতীক। এই রঙ সবার জন্য নয়। লাল রঙ শারীরিক শক্তি, প্রতিযোগিতা, লালসা, আবেগপ্রবণতা এবং আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গীর সঙ্গে যুক্ত। বহির্মুখী ব্যক্তিত্বের মানুষরা সাধারণত লাল রঙ পছন্দ করেন।photo source collected
লাল: লাল তারুণ্যের প্রতীক। এই রঙ সবার জন্য নয়। লাল রঙ শারীরিক শক্তি, প্রতিযোগিতা, লালসা, আবেগপ্রবণতা এবং আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গীর সঙ্গে যুক্ত। বহির্মুখী ব্যক্তিত্বের মানুষরা সাধারণত লাল রঙ পছন্দ করেন।photo source collected
নীল: কালোর পর যে রঙের স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হয় সেটা হল নীল। এই রঙের কমনীয়তা সবচেয়ে বেশি। যাঁরা নীল রঙের স্মার্টফোন কেনেন তাঁরা শান্ত স্বভাবের হন। নিজেকে একটু লুকিয়ে রাখতেই পছন্দ করেন। সবাই তাঁর দিকে মনোযোগ দিক, এমনটা চান না। নীল রঙ সতর্কতা, দক্ষতা এবং রক্ষণশীলতার সঙ্গে যুক্ত।photo source collected
নীল: কালোর পর যে রঙের স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হয় সেটা হল নীল। এই রঙের কমনীয়তা সবচেয়ে বেশি। যাঁরা নীল রঙের স্মার্টফোন কেনেন তাঁরা শান্ত স্বভাবের হন। নিজেকে একটু লুকিয়ে রাখতেই পছন্দ করেন। সবাই তাঁর দিকে মনোযোগ দিক, এমনটা চান না। নীল রঙ সতর্কতা, দক্ষতা এবং রক্ষণশীলতার সঙ্গে যুক্ত।photo source collected
সোনালি: সোনালি রঙের সঙ্গে উদারতা এবং বস্তুবাদিতার সম্পর্ক রয়েছে। যাঁরা সোনালি রঙের ফোন পছন্দ করেন তাঁরা সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন। তাঁরা আর্থিকভাবে কতটা সফল, তা তাঁরা অন্যকে জানাতে চান। বিলাসবহুল জিনিসের প্রতিও এঁদের বিশেষ পছন্দ রয়েছে।photo source collected
সোনালি: সোনালি রঙের সঙ্গে উদারতা এবং বস্তুবাদিতার সম্পর্ক রয়েছে। যাঁরা সোনালি রঙের ফোন পছন্দ করেন তাঁরা সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন। তাঁরা আর্থিকভাবে কতটা সফল, তা তাঁরা অন্যকে জানাতে চান। বিলাসবহুল জিনিসের প্রতিও এঁদের বিশেষ পছন্দ রয়েছে।photo source collected