দেবীর পাঁচ রূপ 

South 24 Parganas News: ফলহারিণী কালীপুজোয় দেবীর পাঁচ মূর্তির আরাধনা হয় এখানে

দক্ষিণ ২৪ পরগনা: ফলহারিণী কালীপুজোয় দেবীর পাঁচ রূপে মাতলেন দক্ষিণ বারাসাতে বাসিন্দারা। ‌ পথ নৃত্য ও বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্যে দিয়ে মায়ের আগমন ঘটে। মায়ের পঞ্চ‌ তুলে ধরা হয় এদিনের এই কালী পুজোর মধ্য দিয়ে। তার পাশাপাশি পঞ্চম পুরোহিত চণ্ডীপাঠ বিশেষ হোম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পুজো এবারে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল মূলত বাংলার জ্যৈষ্ঠ মাসের যে অমাবস্যার তিথি আসে সেই তিথিতে এই পুজোর আয়োজন করা হয়। এই অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলা হয়।

এই বিশেষ তিথিতে মায়ের বিশেষ পুজোর আয়োজনে জীবের অশুভ কর্মফল নাশ হয় এবং দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে শারীরিক ও মানসিক উন্নতি হয়। সেই কারণেই এই অমাবস্যার তিথিতে এই দক্ষিণ বারাসাত এলাকার মানুষ মায়ের এই বিশেষ পুজোর আয়োজন করে থাকে।

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

মূলত মায়ের পাঁচটি রূপকে তুলে ধরা হয়। দক্ষিণ বারাসাত এলাকার পাঁচটি গ্রামের মহিলারা পাঁচটি প্রতিমাকে আলাদা আলাদা ভাবে বরণ করে নিয়েছে। তার পাশাপাশি শুধুমাত্র পাঁচটি গ্রামের মানুষ শুধু নয় জয়নগর থানা এলাকার প্রচুর মানুষ এই পুজো দেখতে ভিড় করেছিলেন।

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

দর্শনার্থীদের জন্য বিশেষ মায়ের ভোগের ব্যবস্থা করেছিলেন আয়োজক সংস্থা, প্রায় তিন থেকে চার হাজার মানুষের খাবার ব্যবস্থা ছিল। মূলত এই জৈষ্ঠমাসে অনেক রকম মৌসুমী ফল পাওয়া যায়। যেমন আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি, মায়ের ভক্তরা মাকে বিভিন্ন ফল দান করে নিজেদের মনস্কামনা জানান। এই দিন মাকে ফল নিবেদন করতে হয় কারণ মা সমস্ত অশুভ ফল নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান।

সুমন সাহা