অন্যান্য বছরের মতো এ বারও তারাপীঠে মহাসমারোহে পালিত হচ্ছে ফলহারিণী কালীপুজো।

Phalaharini Amavasya at Tarapith Temple: আরতি, ভোগ নিবেদন ও নিশিপূজায় মহা সমারোহে তারাপীঠে ফলহারিণী কালীপুজোর সাড়ম্বর আয়োজন

অন্যান্য বছরের মতো এ বারও তারাপীঠে মহাসমারোহে পালিত হচ্ছে ফলহারিণী কালীপুজো।
অন্যান্য বছরের মতো এ বারও তারাপীঠে মহাসমারোহে পালিত হচ্ছে ফলহারিণী কালীপুজো।

 

জ্যৈষ্ঠমাসের অমাবস্যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী রূপে।
জ্যৈষ্ঠমাসের অমাবস্যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী রূপে।

 

বুধবার সন্ধ্যা থেকে শুরু করে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আছে ফলহারিণী অমাবস্যা। এই পুণ্যতিথিতে তারামাকে সাজানো হবে রাজ রাজেশ্বরী বেশে।
বুধবার সন্ধ্যা থেকে শুরু করে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আছে ফলহারিণী অমাবস্যা। এই পুণ্যতিথিতে তারামাকে সাজানো হবে রাজ রাজেশ্বরী বেশে।

 

মন্দির কর্ত্ৃপক্ষ জানান বুধবার দুপুরে তারা মাকে যে ভোগ নিবেদন করা হয়েছে তাতে ছিল খিচুড়ি, পোলাও, সাদা ভাত, ৫ রকম ভাজা, মিষ্টি, মাছের মাথা এবং পোড়া শোল মাছ।
মন্দির কর্ত্ৃপক্ষ জানান বুধবার দুপুরে তারা মাকে যে ভোগ নিবেদন করা হয়েছে তাতে ছিল খিচুড়ি, পোলাও, সাদা ভাত, ৫ রকম ভাজা, মিষ্টি, মাছের মাথা এবং পোড়া শোল মাছ।

 

ফলহারিণী অমাবস্যার রাতে দেবীকে দেওয়া হবে খিচুড়ি, পোলাও, ৫ রকম ভাজা ও মাংসের ভোগ।
ফলহারিণী অমাবস্যার রাতে দেবীকে দেওয়া হবে খিচুড়ি, পোলাও, ৫ রকম ভাজা ও মাংসের ভোগ।

 

এই অমাবস্যায় দেবীর ভোগপ্রসাদ ও সজ্জায় বিশেষ ভূমিকা পালন করে মরশুমি ফল। এখানে বৃক্ষজ ফলকে ধরা হয় কর্মফলের প্রতীক হিসেবে।
এই অমাবস্যায় দেবীর ভোগপ্রসাদ ও সজ্জায় বিশেষ ভূমিকা পালন করে মরশুমি ফল। এখানে বৃক্ষজ ফলকে ধরা হয় কর্মফলের প্রতীক হিসেবে।

 

ভক্তদের বিশ্বাস, ফলহারিণী অমাবস্যায় নিষ্ঠা ভরে কালীপুজো করলে অশুভ কর্মফল দূর হয়ে সঙ্গে থাকে শুভ কর্মের ফল।
ভক্তদের বিশ্বাস, ফলহারিণী অমাবস্যায় নিষ্ঠা ভরে কালীপুজো করলে অশুভ কর্মফল দূর হয়ে সঙ্গে থাকে শুভ কর্মের ফল।
ফলহারিণী অমাবস্যায় তারাপীঠে অনুষ্ঠিত হয় দেবীর বিশেষ আরতি ও নিশিপূজা। (ছবি : ফেসবুক)
ফলহারিণী অমাবস্যায় তারাপীঠে অনুষ্ঠিত হয় দেবীর বিশেষ আরতি ও নিশিপূজা। (ছবি : ফেসবুক)