সূচ সুতোর বুননে ফুটে উঠল রামলালার মূর্তি! রামনবমীতে ‌যাচ্ছে আগ্রা, হাতের কাজ দেখলে চোখ ফেরাতে হবে না

Ram Navami 2024: সূচ সুতোর বুননে ফুটে উঠল রামলালার মূর্তি! রামনবমীতে ‌যাচ্ছে আগ্রা, হাতের কাজ দেখলে চোখ ফেরাতে হবে না

হাওড়া: সূচ-সুতোয় তৈরি রামলালা। অযোধ্যায় নবনির্মিত বিশাল আকারের রাম মন্দির নিয়ে বেশিরভাগ সকলেরই প্রবল উত্‍সাহ। তেমনিই এই মন্দিরে বিরাজমান পাথরের তৈরি রামলালার মূর্তি নিয়েও মানুষের উৎসাহ উন্মাদনা রয়েছে অগাধ ।

ঐতিহাসিক এই রাম মন্দির নির্মাণ কাজ শুরু থেকে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের উজাড় করা নানা ভাবে সহযোগিতা এসে পৌঁছোয়। ঐতিহাসিক এই মন্দিরে বিরাজ করছেন রামলালার মূর্তি।

আরও পড়ুন: সকালের কফি খেয়ে ঘুম আর ভাঙল না! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা, শোকের ছায়া বিনোদন জগতে

উদ্বোধনী অনুষ্ঠান লগ্ন থেকে দেশের নানা স্থানে বিভিন্ন ভাবে রাম মন্দিরের আদলে মন্দির নির্মাণ হতে দেখা মিলেছে। কখনও পাথর, ধাতু, কাঠ, চকলেট, কেক, বিস্কুট-সহ বিভিন্ন জিনিসে তৈরি হতে দেখা গেছে রাম মন্দিরের আদল। এবার সূচের সাহায্যে সুতো দিয়ে তৈরি হচ্ছে রামলালার মূর্তি।

শিল্পী অমল পল্যে প্রায় দুই মাসের চেষ্টায় তৈরি করেছেন এই রামলালার মূর্তি। যে মূর্তি থেকে সহজে চোখ ফেরানো দায়। অনেকের চোখ বিশ্বাসই করতে পারছে না এই মূর্তি হাতে তৈরি। প্রায় ১৮-২০ রঙের সুতোর কারুকার্যে তৈরি রামলালা।

এই প্রসঙ্গে, শিল্পী অমল পল্যে জানান, সুতো দিয়ে এর আগে নেতাজি সুভাষচন্দ্র বসু, মাদার টেরেজা, মান্না দে, লতা মঙ্গেশকর, শ্রীরামকৃষ্ণ, মা সারদার মত বহু ছবি তৈরি হয়েছে। এছাড়াও সুতোয় তৈরি বিভিন্ন জিনিস। নিখুঁত কারুকার্য এবং কাজের সময়ের দিক থেকে সবকিছুর ঊর্ধ্বে এই রামলালার মূর্তিটি। এই মূর্তিটি সম্পূর্ণ তৈরি হবার পর পাঠানো হবে আগ্রা।

রাকেশ মাইতি