আনারস

Alipurduar News: হাতির হাত থেকে বাঁচতে আনারস চাষ! ব্যাপক ফলনে খোশ মেজাজে কালচিনির কৃষকেরা

আলিপুরদুয়ার: সুপুরির ফলন শেষ হতেই আনারসের ফলন শুরু। পরীক্ষামুলকভাবে আনারস চাষে সাফল‍্য মিলতেই মুখে হাসি কৃষকদের। সুপুরির ফল আসতেই বাগানে আনারস চাষ শুরু করেছিলেন কালচিনির কৃষকেরা। এই এলাকাটি সুপরি চাষের জন‍্য পরিচিত। তবে বেশ কিছু বছর ধরে সুপউরি বাগানে বন‍্যপ্রাণীর দাপট বেশি দেখা যাচ্ছে। সুপউরি বাগান রক্ষা করতে আনারস চাষ শুরু করেছিলেন কৃষকেরা।

পরীক্ষামুলক চাষে ফলন হওয়ায় খুশি তারা। ১৫০ টি আনারস চারা লাগানো হয়েছিল। সবকটিতেই ফল এসেছে। সাতালি এলাকার কৃষকেরা নিত‍্যনতুন ভাবনা এনে রক্ষা করে চলেছেন ফসল। বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলের পার্শ্ববর্তী এলাকা সাতালি। জেলার মধ‍্যে কৃষিপ্রধান এলাকা এটি।আবার এই এলাকাতেই দেখা যায় হাতি,বাইসন,বুনো শূকদের দৌরাত্ম্য। যার ফলে জীবিকা নিয়ে সংশয় লেগেই থাকে কৃষকদের। এলাকাটি প্রধানত সুপরি চাষের জন‍্য বিখ‍্যাত।

আরও পড়ুন:শীত গ্রীষ্ম বর্ষা, পথচলতি মানুষের জলপানের তিনিই ভরসা! চেনেন এই সুরজ বাবুকে?

এ বিষয়ে এলাকার কৃষক ভানু শর্মা জানান,”সুপুরি গাছের মাঝেই আনারস গাছ রোপণ করেছি। এই গাছের পাতা শক্ত হয়। বন‍্যপ্রাণী বাগানে ঢুকলেও এই পাতার কারণে যাতায়াত করতে পারবে না। আনারস কাঁটাযুক্ত ফল কোনও বন‍্যপ্রাণী খেতেও পারবে না। আর ফল ভাল এসেছে,তাতেই আমরা খুশি।”এই আনারস বাজারে ২০-২৫ টাকায় বিক্রি করবেন তারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey