ঘর সাজাতে গাছের জুড়ি নেই৷ বাড়ির পরিবেশ বিশুদ্ধ রাখে সবুজের সমারোহ৷ নিয়ন্ত্রণ করে দূষণ৷

Vastu Tips for Plants at Home: অর্থাভাব, ঝগড়া, দুঃখ, কেরিয়ার ও ব্যবসায় তুমুল ক্ষতি! এই গাছগুলি বাড়িতে রাখলেই সর্বনাশ!

ঘর সাজাতে গাছের জুড়ি নেই৷ বাড়ির পরিবেশ বিশুদ্ধ রাখে সবুজের সমারোহ৷ নিয়ন্ত্রণ করে দূষণ৷
ঘর সাজাতে গাছের জুড়ি নেই৷ বাড়ির পরিবেশ বিশুদ্ধ রাখে সবুজের সমারোহ৷ নিয়ন্ত্রণ করে দূষণ৷

 

বাড়িতে বিভিন্ন জায়গায় গাছ রাখলে ভাল থাকে মনও৷ কিছু গাছের ওষধি গুণের জন্য বাড়িতে সেগুলি রাখা দরকার৷
বাড়িতে বিভিন্ন জায়গায় গাছ রাখলে ভাল থাকে মনও৷ কিছু গাছের ওষধি গুণের জন্য বাড়িতে সেগুলি রাখা দরকার৷

 

কিন্তু কিছু গাছ বাড়িতে রাখলে প্রবাহিত হবে নেগেটিভ এনার্জি৷ সেরকমই বিশ্বাস বাস্তুশাস্ত্র মতে৷ বলছেন বাস্তু বিশেষজ্ঞ দিব্যা ছাবড়া।
কিন্তু কিছু গাছ বাড়িতে রাখলে প্রবাহিত হবে নেগেটিভ এনার্জি৷ সেরকমই বিশ্বাস বাস্তুশাস্ত্র মতে৷ বলছেন বাস্তু বিশেষজ্ঞ দিব্যা ছাবড়া।
তেঁতুলগাছ অশুভ শক্তিকে আকর্ষণ করে বলে বিশ্বাস৷ তাই বাড়ির ভিতরে এই গাছ না রাখাই উচিত বলে মনে করা হয়৷ নেগেটিভিটি ছড়িয়ে নষ্ট করতে পারে মানসিক শান্তি৷
তেঁতুলগাছ অশুভ শক্তিকে আকর্ষণ করে বলে বিশ্বাস৷ তাই বাড়ির ভিতরে এই গাছ না রাখাই উচিত বলে মনে করা হয়৷ নেগেটিভিটি ছড়িয়ে নষ্ট করতে পারে মানসিক শান্তি৷

 

বনসাইগাছ দেখতে খুবই সুন্দর৷ কিন্তু বাড়িতে এই গাছ রাখলে কেরিয়ার ও ব্যবসায় ক্ষতি হতে পারে বলে মনে করা হয়৷
বনসাইগাছ দেখতে খুবই সুন্দর৷ কিন্তু বাড়িতে এই গাছ রাখলে কেরিয়ার ও ব্যবসায় ক্ষতি হতে পারে বলে মনে করা হয়৷

 

ক্যাকটাসও ঘরে রাখার উপযুক্ত নয়৷ মনে করা হয় এই গাছের কাঁটা জীবন কণ্টকিত করে তোলে৷ প্রেমের পথে বাধা তৈরি করতে পারে৷ বাড়ির সদস্যদের মধ্যে বাড়তে পারে ঝগড়া ও বিবাদ৷ আসতে পারে আর্থিক অভাবও৷
ক্যাকটাসও ঘরে রাখার উপযুক্ত নয়৷ মনে করা হয় এই গাছের কাঁটা জীবন কণ্টকিত করে তোলে৷ প্রেমের পথে বাধা তৈরি করতে পারে৷ বাড়ির সদস্যদের মধ্যে বাড়তে পারে ঝগড়া ও বিবাদ৷ আসতে পারে আর্থিক অভাবও৷

 

বাস্তুশাস্ত্র মতে কার্পাসগাছও বাড়িতে থাকার জন্য শুভ নয়৷ মনে করা হয় এই গাছ দুঃখ এবং দুর্ভাগ্যকে ডেকে আনে৷
বাস্তুশাস্ত্র মতে কার্পাসগাছও বাড়িতে থাকার জন্য শুভ নয়৷ মনে করা হয় এই গাছ দুঃখ এবং দুর্ভাগ্যকে ডেকে আনে৷

 

আইভি গাছ বিষাক্ত৷ বাড়ির পোষ্যদের জন্য মোটেও শুভ নয় এই লতা৷ আইভি লতা থেকে ত্বকের সংক্রমণ হতে পারে৷ কোনওভাবে খেয়ে ফেললে সর্বনাশের চূড়ান্ত৷
আইভি গাছ বিষাক্ত৷ বাড়ির পোষ্যদের জন্য মোটেও শুভ নয় এই লতা৷ আইভি লতা থেকে ত্বকের সংক্রমণ হতে পারে৷ কোনওভাবে খেয়ে ফেললে সর্বনাশের চূড়ান্ত৷