মোদির রুটেই আজ রোড শো মমতার৷

PM Modi: নজরে আজ কোচবিহার, দুই হেভিওয়েটের সভা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কোচবিহার: বঙ্গ রাজনীতি আজ, বৃহস্পতিবার কার্যত সরগরম। লোকসভা ভোটের প্রচারে একই দিনে দুই হেভিওয়েটের সভা কোচবিহারে। যা নিয়ে শুধু রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতিও তাকিয়ে। আজ দুপুর ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মাথাভাঙ্গায় লোকসভা নির্বাচনের জন্য উত্তরবঙ্গে প্রচার শুরু করবেন। ঠিক তার কয়েক ঘণ্টা বাদেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যাবেন কোচবিহারে। কোচবিহারে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিকের সমর্থনে সভা করবেন তিনি। ২০১৯-এর লোকসভা নির্বাচনে কোচবিহারে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই কোচবিহার থেকে কয়েকটি আসনে জেতে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন– কোচবিহারে আজ নরেন্দ্র মোদির সভা, শ্বেতপত্র প্রকাশের দাবি তৃণমূলের

এবারের লোকসভা ভোটে কোচবিহার যে অন্যতম নজরে তৃণমূল কংগ্রেসের তাতে কোনও সন্দেহ নেই। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার কোচবিহার দিয়েই শুরু করছেন। কোচবিহারে রাজবংশী ভোট অন্যতম ফ্যাক্টর। রাজবংশী ভোটকে সামনে রেখেই ইতিমধ্যেই রাজ্য সরকার রাজবংশী ভাষায় স্কুলে পড়ানোর অনুমোদন দিয়েছে। ২০০-র বেশি স্কুলকে রাজবংশী ভাষায় পড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারে এই বিষয়ে যে অন্যতম হাতিয়ার করবে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কোনও সন্দেহ নেই বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন– উত্তরে বৃষ্টি আর দক্ষিণে দাবদাহ, ‘হিটওয়েভ অ্যালার্ট’ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে! সপ্তাহান্তে হতে পারে ঝড়-বৃষ্টি

অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ও কী কী করা হয়েছে, তা নিয়ে বিশদে কোচবিহারের নির্বাচনী জনসভা থেকেও তুলে ধরবেন মুখ্যমন্ত্রী বলেও মনে করা হচ্ছে। কোচবিহারের এই সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কোচবিহারের রাসমেলা ময়দান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কী বার্তা দেন, সেদিকেও তাকিয়ে গোটা জাতীয় রাজনীতি।

আগামী ১৯ এপ্রিল উত্তরবঙ্গে প্রথম দফার ভোট রয়েছে। প্রথম দফার ভোটেই কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট হবে। এদিন কোচবিহারের সভা করার পর ৭ তারিখে ফের জলপাইগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী।