৭৪ বছরে পা দিলেন নরেন্দ্র মোদি, সারাদিন কীভাবে কাটাবেন প্রধানমন্ত্রী? বিজেপির কী পরিকল্পনা?

PM Modi: CAA-নিয়ে আশ্বাসবাণী মোদির! মালদহের সভা থেকে ‘গ্যারান্টি’… কারও নাগরিকত্ব যাবে না

মালদহ: দেশ জুড়ে চলছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। আর তারই মধ্যে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদহ উত্তরে নির্বাচনী সভা থেকে ফের সিএএ নিয়ে সোচ্চার মোদির বার্তা সিএএ লাগু হওয়ায় কারও নাগরিকত্ব যাবে না।

একইসঙ্গে এদিন বাংলায় উন্নয়নের পথে বাঁধা হিসেবে তৃণমূলকে দায়ী করেন মোদি। প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়েও প্রধানমন্ত্রী দায়ী করেন বাংলার শাসক দলকেই। তাঁর কথায়, তৃণমূলের দুর্নীতির খেসারত দিচ্ছে বাংলার যুব সম্প্রদায়। এদিন বাংলায় নিয়োগ কেলেঙ্কারি নিয়ে একের পর এক তোপ দাগেন মোদি।

শুক্রবার উত্তরবঙ্গে তিন জেলায় ভোট চলাকালীন মালদহ উত্তরে প্রধানমন্ত্রী বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে সভা করেন মোদি। মোদিকে দেখতে ছিল জনজোয়ার। মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে সমাবেশ ছিল আজ।