মানবিক উদ্যোগ

Bangla Video: সাফাই কর্মীদের জন্য বিরাট আয়োজন! ঠিক কী হল

উত্তর ২৪ পরগনা: সকাল থেকেই প্রখর রোদ, চলছে তাপপ্রবাহ। আর তার মধ্যেই পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাস্তায় ঝাড়ু মারা থেকে শুরু করে নর্দমা ও নোংরা আবর্জনা পরিষ্কার করতে ব্যস্ত সাফাই কর্মীরা। এটাই ওঁদের রোজনামচা। সেই তাঁদের জন্য অভূতপূর্ব মানবিক উদ্যোগ নিতে দেখা গেল স্থানীয় জনপ্রতিনিধিকে।

এই সাফাই কর্মীরা তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য পুরসভা থেকে সামান্য কিছু অর্থই পান। স্বল্প কিছু টাকার বিনিময়ে এই প্রখর গরমেও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অক্লান্ত পরিশ্রম করছেন সাফাই কর্মীরা। সকালে নিয়ম করে বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ করা থেকে নর্দমা পরিষ্কার, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমাদের সুস্থভাবে বাঁচার পরিবেশ তৈরি করে দিচ্ছেন। এই তীব্র গরমে তাঁদের সুস্থতা কামনা করা লোকের সংখ্যা প্রায় নেই বললেই চলে।

আর‌ও পড়ুন: এই উৎসবে হাতির সঙ্গে খেলে মারান উপজাতির মানুষরা

এই সাফাই কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁদের গ্লুকনডি ও পুষ্টিকর টিফিন তুলে দিয়ে মানবিক দৃষ্টান্তের নজির গড়লেন নব ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শিক্ষিকা শোভা রায়। এদিন নিজের বাড়িতে ডেকে ওয়ার্ডের সাফাইকর্মীদের হাতে গ্লুকনডি ও টিফিন তুলে দেন। ওই জনপ্রতিনিধি জানান, প্রচন্ড গরমে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে অক্লান্ত পরিশ্রম করে চলেন এই সাফাইকর্মী থেকে ঝাড়ুদাররা। তাঁদের পাশে থেকে সুস্থতা কামনা করেই এই সামান্য পদক্ষেপ। একজন জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগে খুশি ও আনন্দিত সাফাইকর্মীরাও। আগামী দিনে সাফাই কর্মীদের এমন মানবিকতা দেখাক সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকেও সেই আবেদনও জানালেন তাঁরা।

রুদ্রনারায়ণ রায়