হাতে আঁকা ছবি উপহার প্রধানমন্ত্রী কে

PM Modi: অশোকনগরের কলেজ ছাত্রীকে চিঠি লিখবেন প্রধানমন্ত্রী! ভিড়ের মাঝেই মোদিকে কী দিলেন তরুণী?

উত্তর ২৪ পরগনা: দেশের প্রধানমন্ত্রী আসছেন অশোকনগরে, বাড়ির সামনেই হরিপুর ময়দানে সভা করবেন তিনি। এই খবর শোনার পর থেকেই হরিপুর ১২ নম্বর কালভার্ট এলাকার দ্বিতীয় বর্ষের কলেজ পড়ুয়া দেবযানী ঘোষ পেন্সিল স্কেচে সাদা পৃষ্ঠায় ফুটিয়ে তুলেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে আঁকা ছবি।

কিন্তু ছবি আঁকলেও তা কীভাবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হাত পর্যন্ত পৌঁছবে, তা নিয়ে নানা ভাবনা চিন্তা করলেও কোনওরকম উপায় খুঁজে পাননি এই ছাত্রী। অবশেষে এদিন সভার শুরুর প্রায় চার ঘণ্টা আগে সভা মঞ্চের একেবারে সামনের সারিতে বসার জন্য পৌঁছে গিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর হাতে আঁকা সেই ছবিও সঙ্গে নিয়ে আসেন দেবযানী।

আরও পড়ুন: এই ‘মিষ্টি’ খেলেও বাড়বে না ওজন? গায়েব অ‍্যাসিডিটি, মুখের ঘা! রোজ সকালে খেতে হবে এইভাবে

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই বিজেপি কর্মী সমর্থকদের মাঝেও মোদির জয় জয়কার করতে থাকেন এই ছাত্রী। তখন থেকেই হাতে মোদির ছবি নিয়ে নানাভাবে মঞ্চের দিকে তাক করে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই ছাত্রীকে। মঞ্চ থেকে বক্তৃতা দেওয়ার মাঝেই ছাত্রীর হাতে আঁকা ছবির দিকে নজর যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও।

তখনই বক্তৃতার মাঝেই নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির আধিকারিককে নির্দেশ দেন ছবিটি নিয়ে আসার জন্য। সেই মতো এসপিজির আধিকারিকেরা দেবযানীর হাত থেকে ছবি নিয়ে পৌঁছে দেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী সভামঞ্চে দাঁড়িয়েই বলেন, ছবির পিছনে নাম ঠিকানা লিখে দিতে।

আরও পড়ুন: রেস্তোরাঁয় বিরিয়ানি জাতীয় খাবার খেয়েই মৃত‍্যু ১ মহিলার! অসুস্থ ১৭৮ জন, কেরালায় মর্মান্তিক কাণ্ড

কয়েক হাজার মানুষের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, এই ছাত্রীকে চিঠি পাঠাবেন তিনি। আর এতেই যেন স্বপ্ন সত্যি হল অশোকনগরের কলেজ ছাত্রী দেবযানী ঘোষের। বললেন রাত জেগে বেশ কয়েকদিন ধরেই এঁকেছিলেন এই ছবি, আজ প্রধানমন্ত্রীর কাছে ছবি পৌঁছনায় যেন স্বপ্ন সত্যি হল তার দেবযানী ।

এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সভা ঘিরে অশোকনগরে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি এলাকার মানুষদের ঢল নামতে দেখা যায়। তবে ছাত্রীর দেওয়া প্রধানমন্ত্রীকে এই উপহার যেন অশোকনগরকে গর্বিত করল বলছেন অনেকেই।

Rudra Narayan Roy