নকল সোনা বিক্রির চক্র ফাঁস পুলিশের৷

আসল সোনার টোপ দিয়ে নকল সোনা বিক্রি! মথুরাপুরে কারবার ফাঁস করল পুলিশ

বিশ্বজিৎ হালদার, ফ্রেজারগঞ্জ: আসল সোনা দেখিয়ে নকল সোনা বিক্রি করার এক চক্রকে ধরল পুলিশ। এই চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল মোরসেলিম পাইক, রোহন শেখ ও তাপস দলুই। ধৃতদের বাড়ি দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুর থানা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফ্রেজারগঞ্জ থানার পূর্ব অমরাবতীর একটি বাড়িতে এই ৩ জন ছিল। তারা নিজেদের মধ্যে প্রায়ই সন্দেহজনক কথাবার্তা বলত। গোপন সূত্রে পুলিশ এই খবর জানতে পারে। এরপরই বুধবার রাতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশ ওই তিন ব্যক্তির কাছ থেকে প্রায় ১২ ইঞ্চির একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এছাড়াও একটি প্যাকেটে সোনালি রঙের ১৯টি পিন ও অন্য আর একটি প্যাকেটে প্রায় ৫০০ গ্রাম ওজনের সোনালি রঙের পিন উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: আন্দোলনকে কালিমালিপ্ত করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অভিযোগ জুনিয়র চিকিৎসকদের

পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ধৃত ব্যক্তিদের কাছে আসল ও নকল দুই রকম সোনার পিন থাকে। বাইরের লোককে ডেকে ধৃতরা আসল সোনার পিনের নমুনা দেখায়। এরপর দরদাম হয়ে গেলে টাকা পয়সা নিয়ে আসলের বদলে নকল সোনার পিন দিয়ে তারা পালিয়ে যায়। সেই সময় যদি কোনও কারণে ক্রেতারা বিষয়টি বুঝতে পারে, তখন আগ্নেয়াস্ত্র বের করে ভয় দেখিয়ে টাকা কেড়ে নিয়ে তারা বাইকে করে পালিয়ে যায়।

এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়।