Durga Puja 2024: দুর্গাপুজোয় দারুন উদ্যোগ! ৩৫০ টাকায় বাসে চেপে শহরের ঠাকুর দেখুন, রইল বিস্তারিত

*দুর্গাপুজোয় শিলিগুড়িতে বিশেষ পুজো পরিক্রমা প্যাকেজ বাস চালানোর উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। চতুর্থী ও পঞ্চমীতে দর্শনার্থীদের শহরের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলি ঘুরিয়ে দেখানো হবে। মাথাপিছু মাত্র ৩৫০ টাকায় এই বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। 
*দুর্গাপুজোয় শিলিগুড়িতে বিশেষ পুজো পরিক্রমা প্যাকেজ বাস চালানোর উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। চতুর্থী ও পঞ্চমীতে দর্শনার্থীদের শহরের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলি ঘুরিয়ে দেখানো হবে। মাথাপিছু মাত্র ৩৫০ টাকায় এই বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবেদনঃ অনির্বাণ রায়।
*পুজোয় বিশেষ প্যাকেজ প্রসঙ্গে পার্থপ্রতিম বললেন, 'আমরা ইতিমধ্যেই জলপাইগুড়ি, কোচবিহারে সবুজের হাতছানি সংক্রান্ত রুট ম্যাপ ঠিক করেছি, শিলিগুড়িও ঠিক হবে। পুজোর মরশুমের বিষয়টা মাথায় রেখে চার্টার্ড বাস পরিষেবাও (ট্যাক্সি পরিষেবা) শুরু করা হচ্ছে।'
*পুজোয় বিশেষ প্যাকেজ প্রসঙ্গে পার্থপ্রতিম বললেন, ‘আমরা ইতিমধ্যেই জলপাইগুড়ি, কোচবিহারে সবুজের হাতছানি সংক্রান্ত রুট ম্যাপ ঠিক করেছি, শিলিগুড়িও ঠিক হবে। পুজোর মরশুমের বিষয়টা মাথায় রেখে চার্টার্ড বাস পরিষেবাও (ট্যাক্সি পরিষেবা) শুরু করা হচ্ছে।’
*উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, পুজোতে শিলিগুড়ি শহরে পুজো পরিক্রমা প্যাকেজ হচ্ছে। গত বছর একদিন করা হলেও এবার দর্শনার্থীদের অনুরোধে এবং চাহিদা অনুযায়ী দু’দিন করা হচ্ছে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
*উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, পুজোতে শিলিগুড়ি শহরে পুজো পরিক্রমা প্যাকেজ হচ্ছে। গত বছর একদিন করা হলেও এবার দর্শনার্থীদের অনুরোধে এবং চাহিদা অনুযায়ী দু’দিন করা হচ্ছে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
*প্রথমে শিলিগুড়ির চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দিরের পুজো দিয়ে পরিক্রমা শুরু হবে। এরপর সেন্ট্রাল কলোনি, দাদাভাই স্পোর্টিং হয়ে সুব্রত সংঘ, ভুটিয়া মার্কেট এলাকার দুর্গাপুজো হয়ে সুভাষপল্লি, রবীন্দ্রনগর, রথখোলার পুজো দেখার পর পানিট্যাঙ্কি মোড়ের রামকৃষ্ণ ব্যায়ামাগার পুজো দিয়ে পরিক্রমা শেষ হবে। পরিক্রমা শেষে তেনজিং নোরগে বাস টার্মিনাসে নিয়ে আসার ব্যবস্থা রয়েছে।
*প্রথমে শিলিগুড়ির চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দিরের পুজো দিয়ে পরিক্রমা শুরু হবে। এরপর সেন্ট্রাল কলোনি, দাদাভাই স্পোর্টিং হয়ে সুব্রত সংঘ, ভুটিয়া মার্কেট এলাকার দুর্গাপুজো হয়ে সুভাষপল্লি, রবীন্দ্রনগর, রথখোলার পুজো দেখার পর পানিট্যাঙ্কি মোড়ের রামকৃষ্ণ ব্যায়ামাগার পুজো দিয়ে পরিক্রমা শেষ হবে। পরিক্রমা শেষে তেনজিং নোরগে বাস টার্মিনাসে নিয়ে আসার ব্যবস্থা রয়েছে।
*৩০ সিটের একটি বাস চিহ্নিত করা হয়েছে। বাসচালক ছাড়া অতিরিক্ত একজন কর্মী থাকবেন। তিনিই মূলত সমস্ত পরিচালনা করবেন। কয়েকদিনের মধ্যেই এই পরিক্রমার টিকিট বুকিং শুরু হবে। তবে অনলাইন নয়। অফলাইনে তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে সকলকে টিকিট বুকিং করতে হবে।
*৩০ সিটের একটি বাস চিহ্নিত করা হয়েছে। বাসচালক ছাড়া অতিরিক্ত একজন কর্মী থাকবেন। তিনিই মূলত সমস্ত পরিচালনা করবেন। কয়েকদিনের মধ্যেই এই পরিক্রমার টিকিট বুকিং শুরু হবে। তবে অনলাইন নয়। অফলাইনে তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে সকলকে টিকিট বুকিং করতে হবে।
*চেয়ারম্যান বলেন, 'আমরা ১২টি রকেট বাস পেয়েছি। এগুলোর মধ্যে ছ'টি এবং ছ'টি নন-এসি বাস রয়েছে। এগুলোর মধ্যে পুজোর আগে তিনটি করে বাস শিলিগুড়ি-কলকাতা এবং কোচবিহার-কলকাতা রুটে দেওয়া হবে।
*চেয়ারম্যান বলেন, ‘আমরা ১২টি রকেট বাস পেয়েছি। এগুলোর মধ্যে ছ’টি এবং ছ’টি নন-এসি বাস রয়েছে। এগুলোর মধ্যে পুজোর আগে তিনটি করে বাস শিলিগুড়ি-কলকাতা এবং কোচবিহার-কলকাতা রুটে দেওয়া হবে।
*অক্টোবরের ৩ তারিখ থেকে কালিম্পং ডেলো রুটের পরিষেবা শুরু হবে। ময়নাগুড়ি, রায়গঞ্জ ও সিউড়ির ডিপো সংস্কার করা হবে। সিএনজি বাসের সংখ্যাও ধীরে ধীরে বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তিনবাত্তি মোড়ের বাসস্ট্যান্ড সংক্রান্ত পরিকল্পনা নিয়ে শিলিগুড়ি পুরনিগমের সঙ্গে কথা হবে।'
*অক্টোবরের ৩ তারিখ থেকে কালিম্পং ডেলো রুটের পরিষেবা শুরু হবে। ময়নাগুড়ি, রায়গঞ্জ ও সিউড়ির ডিপো সংস্কার করা হবে। সিএনজি বাসের সংখ্যাও ধীরে ধীরে বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তিনবাত্তি মোড়ের বাসস্ট্যান্ড সংক্রান্ত পরিকল্পনা নিয়ে শিলিগুড়ি পুরনিগমের সঙ্গে কথা হবে।’