Lok Sabha elections 2024: বোমাবাজিতে আহত পুলিশকর্মী! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে অভিযোগ

মুর্শিদাবাদ: ভরতপুরে বোমাবাজিতে আহত পুলিশ কর্মী, তৃণমূলের গোষ্ঠীদন্দ্বের জের বলে অভিযোগ। ভরতপুর ২নং ব্লক তৃণমূলের সভাপতি মুস্তাফিজুর রহমানের অনুগামী ও প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি তথা বর্তমান জেলা তৃণমূলের সাধারন সম্পাদক আজাহারউদ্দিন সিজারের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

শনিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে সালার থানার উজুনিয়া গ্রাম। আজাহারউদ্দিন সিজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সালার থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সামনেই সংঘর্ষ বাঁধে দুই গোষ্ঠীর। তখনই বোমাবাজিতে আহত হন এক পুলিশ কর্মী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২৫টি তাজা সকেট বোমা। বোমাবাজিতে আহত পুলিশ কর্মীকে উদ্ধার করে সালার ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হছে।

আরও পড়ুন: সাসপেন্ড হার্দিক! খারাপ ফর্ম, দলের ভরাডুবির পরে বিসিসিআইয়ের শাস্তির কোপে মুম্বইয়ের অধিনায়ক

এই ঘটনায় ব্লক তৃণমূলের সভাপতি মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন আজাহারউদ্দিন সিজার। তিনি বলেন, “ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান এলাকায় সন্ত্রাস তৈরি করছে। প্রতিবাদ জানালে আমর বাড়িতে বোমাবাজি করা হয়। আমাকে খুনের চক্রান্ত করা হচ্ছে, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় অভিযোগ জানিয়েছি, আমি চাই পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক। যদিও এই অভিযোগ মানতে নারাজ ভরতপুর ২নং ব্লক তৃণমূলের সভাপতি মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, “আমার বিরুদ্ধে সম্পূর্ন মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আজাহারউদ্দিন সিজারের আশ্রিত দুষ্কৃতীরা গ্রাম্য বিবাদের জেরে পুলিশের সামনে বোমাবাজি করে । পুলিশ নিরপেক্ষ তদন্ত করলেই আসল কারন জানা যাবে।”

আরও পড়ুন: সিকিমে ঘুরতে গিয়ে সব শেষ! পাহাড় থেকে ছিটকে নদীতে পড়ল গাড়ি, মৃত কলকাতার পর্যটক

এই বিষয়ে প্রদশ কংগ্রেস সভাপতি অধীর চোধুরী বলেন, “ভোট মিটতেই নিজেদের পরাজয় নিশ্চিত জেনে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেই কারণেই জেলার বিভিন্ন প্রান্তে গুলি-বোমা চলছে। এই বিষয়ে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে। এলাকার বিধায়ক হুমায়ুন কবীর বলেন, “সমস্ত ঘটনা রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। এই ঘটনা বরদাস্ত করা হবে না। পুলিশকে জানানো হয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে।”