কাটারি হাতে জঙ্গল সাফাইয়ে পুলিশ সুপার

South 24 Parganas News : কাটারি হাতে বারুইপুরের রাস্তায় পুলিশ! ব্যাপারটা কী

দক্ষিণ ২৪ পরগনা: কাটারি হাতে থানা সাফাই অভি‌যানে নামলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার সহ একাধিক পুলিশ আধিকারি। বর্ষার শুরুর সঙ্গে সঙ্গেই চারিদিকে বেড়েছে ডেঙ্গি ও ম্যালেরিয়ার মশার প্রকোপ। বর্ষার জল জমে ডেঙ্গির লার্ভা জন্মাচ্ছে আনাচে-কানাচে। ডেঙ্গির মশা থেকে বাঁচতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে তার পাশাপাশি বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন থানাতে চলছে সাফাই অভিযান। আর এই সাফাই অভিযানে এমন এক চিত্র ধরা পরল বারুইপুর থানাতে। এদিন নিজে কাটারি হাতে সাফাই অভিযানে নামেন পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী এছাড়াও বারুইপুর পুলিশ জেলার জোনাল ও হেডকোয়াটারের প্রায় সব আধিকারিক ।

আরও পড়ুন: পোকায় নষ্ট হচ্ছে মৌমাছির চাক! কীভাবে বাঁচাবেন? উপায় জানালেন কৃষি বিজ্ঞানী 

বারুইপুর থানার আইসির তত্ত্বাবধানে এদিন থানাতে থাকা বিভিন্ন পুরান গাড়ি সরানো হয় কারণ এই গাড়িগুলি বিভিন্ন জায়গায় বর্ষার জল জমে মশার লাভা জন্মাতে পারে তাই জেসিবি দিয়ে গাড়িগুলিকে সরিয়ে দেওয়া হয়। তার সঙ্গে জঙ্গল কেটে কীটনাশক ছড়ানো হয় মশা যাতে না জন্মায় । ডেঙ্গির হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবং নিজেদের বাঁচতে এই ধরনের অভিযান লাগাতার চালান হবে বলে জানান তাঁরা। মূলত এই কয়েক মাস ডেঙ্গির প্রকোপ খুব বাড়ে। তাই যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে বিভিন্ন জায়গায় জল জমবে আর ডেঙ্গু মশা পরিষ্কার জলে জন্মায় তাই কোন রকম ভাবে যাতে কোথাও জল জমতে না পারে তাই এই ছোট্ট একটি প্রয়াস এর পাশাপাশি বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন থানাতে এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা