পরিমল দে 

RG Kar Doctor Murder Protest: ‘এখনও ডাক্তারকে ধর্ষণ-খুনের বিচার হল না’, প্রতিবাদে নজির গড়লেন এই বঙ্গরত্ন

আলিপুরদুয়ার: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় কোনও রফাসূত্র না মেলায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে বঙ্গরত্ন পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলিপুরদুয়ারের বিশিষ্ট শিক্ষক, লেখক বঙ্গরত্ন পরিমল দে।

রবিবার আলিপুরদুয়ারে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া উপাধি বঙ্গরত্ন ফিরিয়ে দেওয়ার ঘোষণা করলেন আলিপুরদুয়ারের প্রবীণ শিক্ষক ও লেখক পরিমল দে। জানা যায়, ২০১৯ সালে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নিজের হাতে পরিমল দে-র হাতে বঙ্গরত্ন পুরস্কার তুলে দেন জেলার অন্যতম বুদ্ধিজীবী তিনি।

আরও পড়ুন: নিম্নচাপ-কোটালের জোড়া ফলায় সমুদ্র উত্তাল, আকাশে ঘন কালো মেঘ! তুমুল ঝড়-বৃষ্টির আগে সতর্কতা প্রশাসনের

সম্প্রতি আরজি কর হাসপাতালে ঘটনায় তোলপাড় রাজ্য থেকে শুরু করে সমগ্র দেশ। দোষীদের গ্রেফতারি ও শাস্তির দাবিতে দল-মত নির্বিশেষে আন্দোলন করছেন সর্বস্তরের নাগরিক। সেই জায়গায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট পরিমল দে। এদিন জনসমক্ষে তিনি ঘোষণা করেন তাঁর এই উপাধি ফেরত দেওয়ার কথা। এমনকী পুরস্কারের সঙ্গে পাওয়া এক লক্ষ টাকাও তিনি ফেরত দেবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয়ের সঙ্গে কী সম্পর্ক ‘দৌড়বাজ’ ASI অনুপের? পরিবার-প্রতিবেশীর দাবি শুনলে চমকে যাবেন!

এই বিষয়ে পরিমল দে জানিয়েছেন, “ঘটনার বহুদিন হয়ে গেল কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত যারা তারা এখনও সাজা পাওয়া তো দূরের কথা তাঁদের চিহ্নিত করা গেল না। একটা প্রহসন চলছে, মহিলাদের সম্মান লুন্ঠিত, আমি এই উপাধি ত্যাগ করে আমার প্রতিবাদ জানালাম।”

Annanya Dey