দুর্গা প্রতিমা 

East Bardhaman News: পুজোর আগে চিন্তায় মৃৎশিল্পীরা! কী হবে তাহলে ? 

পূর্ব বর্ধমান: আর মাত্র কয়েকটা দিন পরই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। এই পুজো নিয়ে অধীর আগ্রহে সারা বছর অপেক্ষা করে থাকে বাঙালি। কিন্তু এবার দুর্গা পুজোর আগে চরম চিন্তায় রয়েছেন মৃৎশিল্পীরা। দুর্গাপুজোর আগে সঠিক সময়ে দুর্গা প্রতিমা তৈরি হবে কিনা সেই নিয়ে চিন্তায় রয়েছেন মৃৎশিল্পীরা।প্রতিমা তৈরি করতে গিয়ে রীতিমতচরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মৃৎশিল্পীদের। যদিও বর্তমানে পূর্ব বর্ধমান জেলার প্রায় প্রত্যেক জায়গাতেই জোর কদমে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ। কিন্তু প্রতিমা তৈরির কাজ শুরু হলেও সেই কাজ এখনও শেষ হয়নি।

মাটি দিয়ে প্রতিমা গড়ার কাজ চলছে, এরপরেও বাকি থাকবে রঙের কাজ এবং প্রতিমা সাজানোর কাজ। কিন্তু দুর্গা প্রতিমার কাঠামো যদি ঠিকঠাক না হয়, তাহলে পরবর্তী ধাপে এগোনো কোনওভাবেই সম্ভব নয়। শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে মাটির প্রতিমা সঠিক সময়ে শুকোবে কিনা সেই নিয়ে তাঁরা চিন্তায় রয়েছেন। বর্ধমান শহরের পার্কাস রোডের মৃৎশিল্পী সুবীর পাল জানিয়েছেন, “আমাদের প্রস্তুতি ভালই চলছে, কিন্তু মেঘলা আবহাওয়ার জন্য কাজের সমস্যা হয়ে যাচ্ছে। পুজোর সময় কী হবে বুঝতে পারছি না। মেঘ, বৃষ্টি আমাদের সবথেকে সমস্যার কারণ। আবহাওয়া খারাপ থাকলে এর পড়ে যে ঠাকুর তৈরি হবে সেগুলো ভিতর থেকে কাঁচা থাকবে, মজবুতি কম থাকবে। আর ঠাকুর না শুকালে রং করতে ঠাকুর সাজাতে সমস্যা হবে।”

আরও পড়ুন : নক্সীকাঁথার নকশা পেখম মেলেছে শাড়ির জমিন জুড়ে, পুজোর আগে তুঙ্গে চাহিদা, জানুন কোথায় পাবেন

পুজো যত এগিয়ে আসছে, ততই চিন্তা বাড়ছে মৃৎশিল্পীদের। এইভাবে লাগাতার আবহাওয়া খারাপ থাকলে কীভাবে তাঁরা প্রতিমা তৈরির কাজ শেষ করবেন বুঝে উঠতে পারছেন না। অথচ হাতে সময় খুব কম। যা অর্ডার পেয়েছেন তা সময়মত ডেলিভারি দিতে হবে। অন্যদিকে দুর্গাপুজো শেষ হলেই আরও অন্যান্য পুজো রয়েছে। সবমিলিয়ে শিল্পীরা রয়েছেন চরম চিন্তায়। মৃৎশিল্পীদের কথায়, এমনিতেই প্রতিমা তৈরি করতে খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। কিন্তু খরচ বাড়লেও প্রতিমার দাম সেইঅর্থে বাড়ানো যায়নি।

আরও পড়ুন : কয়েক দশকের কুটির শিল্প, ঘরে ঘরে এটা বানিয়েই অন্নসংস্থান করে এই গ্রাম

অন্যদিকে পুজোর আগে খুব বেশি সময়ও নেই শিল্পীদের কাছে। যা প্রতিমার অর্ডার রয়েছে সেগুলিকে এখন থেকেই শুকনো করার কাজ শুরু করতে হবে। প্রতিমা শুকিয়ে গেলে তারপরেই রং এবং সাজানোর অন্যান্য কাজ করা সম্ভব হবে। কিন্তু আবহাওয়ার জন্য রীতিমত আতঙ্কে থাকতে হচ্ছে মৃৎশিল্পীদের।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

বর্তমানে সকলেই চাইছেন যেন অতি দ্রুত স্বাভাবিক হয় আবহাওয়া।

বনোয়ারীলাল চৌধুরী