তোলাবাজির নয়া ফিকির; ‘সিএম ফ্লাইং স্কোয়াড’-এর নাম ভাঙিয়ে বলপূর্বক টাকা আদায়ের অভিযোগ !

তোলাবাজির নয়া ফিকির; ‘সিএম ফ্লাইং স্কোয়াড’-এর নাম ভাঙিয়ে বলপূর্বক টাকা আদায়ের অভিযোগ ! তারপর যা ঘটল…

Report: Pradeep Sahu

চরখি দাদরি: টাকা আদায়ের জন্য নতুন নতুন ফন্দি আঁটছে প্রতারকরা। দুই মহিলাসঙ্গীকে সঙ্গে নিয়ে একটি ভুয়ো সিএম ফ্লাইং স্কোয়াড গড়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এর জন্য দুটি গাড়ি এবং নীল বাতি পর্যন্ত জোগাড় করেছিল তারা। অভিযোগ, হরিয়ানার চরখি দাদরি, বধরা, ভিওয়ানি এবং রেওয়ারি-সহ একাধিক জেলায় মেডিক্যাল স্টোরগুলিতে অভিযান চালাত এই ভুয়ো ফ্লাইং স্কোয়াড। আর দোকান সিল করে দেওয়া হবে, এই হুমকি দিয়ে দোকানের মালিকের কাছ থেকে জোর করে টাকা আদায় করছিল তারা। সিসিটিভি ফুটেজ দেখে শুধুমাত্র ওই ভুয়ো স্কোয়াডের বিরুদ্ধে ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। এর সঙ্গে ইতিমধ্যেই অভিযুক্তদের চেহারাও আবার ভাইরাল করে দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ দল পদক্ষেপ গ্রহণ করেছে এবং ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতারও করেছে। তাদের আদালতে তোলার পরে পুলিশ তাদের ২ দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আরও পড়ুন- রক্ষকই যখন ভক্ষক; পড়শি রাজ্যে ট্রেন ধরতে গিয়ে হয়রানির মুখে বাংলার ব্যবসায়ী, সাসপেন্ড ৫ পুলিশকর্মী

গত শুক্রবার গোটা ঘটনাটি প্রকাশ্যে এনেছেন ডিএসপি হেডকোয়ার্টারস ধীরজ কুমার। তিনি বলেন যে, গত ১৬ অগাস্ট সানওয়াড় গ্রামের বাসিন্দা সতীশ বুন্দ কালান পুলিশে একটি অভিযোগ দায়ের করেন। জানান যে, বিগত ২৪ বছর ধরে তিনি একটি মেডিক্যাল স্টোর চালাচ্ছেন। গত ১৬ অগাস্ট তাঁর দোকানের সামনে এসে দুটি গাড়ি থামে। গাড়িতে ছিল নীল বাতি। আর তা থেকে নেমে আসে ৬ জন। সকলের মুখেই ছিল মাস্ক। তারা দাবি করতে থাকে যে, তারা সিএম ফ্লাইং স্কোয়াডের সদস্য। দোকান বন্ধ করিয়ে দেওয়ার হুমকি দিয়ে সতীশের থেকে ২৭ হাজার টাকা আদায় করে নেয়। এমনকী কিছু ওষুধের নমুনাও সংগ্রহ করে নিয়ে যায় তারা।

আরও পড়ুন– নোট গুণতে সময় লেগেছিল ১০ দিন, দেশের সবচেয়ে বড় আয়কর অভিযান সম্পর্কে জানেন?

ডিএসপি বলেন যে, টাকার লোভ দেখিয়ে দুই মহিলা সহকর্মীকে নিয়ে ৬ জন সদস্যের একটি ভুয়ো সিএম ফ্লাইং স্কোয়াড তৈরি করেছিল অভিযুক্তরা। অভিযোগ, এরা রাজ্যের একাধিক জেলায় নীলবাতি লাগানো গাড়ি চালিয়ে অপরাধ সংঘটিত করেছে। ডিএসপি আরও বলেন যে, সিআইএ পুলিশ টিম রোহতম জেলার মোখরা গ্রামে অভিযান চালিয়েছে। ভুয়ো সিএম ফ্লাইং স্কোয়াডের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তিন অভিযুক্তের পরিচয় সামনে এসেছে। যথা – মোখরার বাসিন্দা নবীন ওরফে মনু, মুন্ধল খুর্দের বাসিন্দা অঙ্কিত এবং ফরমান খাসের বাসিন্দা সাহিল।

ডিএসপি আরও বলেন যে, এই অপরাধের জন্য ব্যবহৃত দুটি গাড়ি ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় ৬টি অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। অভিযুক্তদের পেশ করা হয়েছে চরখি দাদরি আদালতে। তাদের ২ দিনের রিমান্ডে রাখা হয়েছে। সেই সঙ্গে মহিলাদের উর্দি এবং ওই দলের অন্যান্য সঙ্গীদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।