একজায়গায় রাখা হয়েছে মুরগি 

Poultry Farming Tips: বর্ষার শুরুতেই বাড়ছে হাঁস, মুরগির রোগ! পশু চিকিৎসকের সহজ পরামর্শেই কামাল করুন

দক্ষিণ ২৪ পরগনা: সবেমাত্র শুরু হয়েছে বর্ষাকাল। কিন্তু এর মধ্যে বাড়ছে হাঁস, মুরগি সহ পক্ষীকুলের একাধিক রোগব্যাধি। সেজন্য এই রোগব্যাধি নিয়ে সচেতন থাকতে হবে সকলকে।বিশেষ করে যারা প্রচুর পরিমাণে এই হাঁস ও মুরগি বা পাখি পালন করেন তাদের সাবধান থাকার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক সত্যজিৎ বেশড়া। তিনি জানিয়েছেন এই সময়টাতে হাঁস ও মুরগির ফাঙ্গাল ইনফেকশন দেখা যায়।

তার হাত থেকে বাঁচতে হাঁস ও মুরগিকে উন্মুক্ত জায়গায় ছেড়ে রাখতে হবে। তবে বৃষ্টির জলে ভেজানো যাবেনা। প্রথম বৃষ্টি মানুষের জন্য আরামদায়ক হলেও হাঁস ও মুরগির জন্য নয়। সেজন্য হাঁস ও মুরগিকে খোলা স্থানে রাখতে হবে। একজায়গার মধ্যে অনেকগুলি হাঁস ও মুরগিকে রাখা যাবেনা।

আরও পড়ুন – Indian Women Football: ভারতের জার্সি পরে বিদেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচে জঙ্গলমহলের মেয়ে

সেজন্য সচেতন থাকতে হবে। হাঁস ও মুরগিকে খাওয়ানোর জন্য ফ্রেশ ওয়াটার অর্থাৎ পরিশ্রুত জল দিতে হবে। ফোটানো জল দিলেও ভাল হয়। এই সময় ডিমের খোলা পাতলা হওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয়।

সেজন্য সবসময় সতর্ক থাকতে হবে। কিছু হলেই প্রাণী চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। বিশেষ করে যারা ব্যবসার জন্য হাঁস, মুরগি পালনা করেন তারা এই সামান্য দিকগুলি না মানলে বড় ক্ষতির মুখে পড়তে পারেন।

Nawab Mullick