Tag Archives: Poultry Farming

 Jalpaiguri News: পোল্ট্রি ফার্মে মুরগিদের রাতের খাবার দিতে গিয়ে সর্বনাশ! তড়িদাহত হয়ে মৃত্যু মা ও ছেলের

জলপাইগুড়ি:  বৃষ্টির রাতে পোল্ট্রি ফার্মে খাবার দিতে গিয়ে একই পরিবারের তিনজন তড়িদাহত। মৃত্যু হয়েছে মা ও ছেলের। এক জন চিকিৎসাধীন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শুক্রবার রাতে জলপাইগুড়ি জেলার বাকালিতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন- ২৩ বছরের দাম্পত্যে ২৪ সন্তানের মা…! মহিলার কীর্তি ফাঁস হতে তাজ্জব সকলেই

জানা গিয়েছে, স্থানীয় উত্তম কবিরাজের পরিবারের তিন সদস্য, মুরগিদের খাবার খাওয়াতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উত্তমের নিজের ভাই, স্ত্রী ও ছেলে।  বাড়ির নিজস্ব পোলট্রি ফার্মে হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা।

উত্তম কবিরাজের আর এক ভাইয়ের নজরে আসতেই স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। রাত ১০ টা নাগাদ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা জানান মা ও ছেলের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- বিরাট আবিষ্কার! বোটও চলবে, দূষণও হবে না! জলপথে বিপ্লব আনল দুর্গাপুর

উত্তম কবিরাজের এক ভাই রামচরন কবিরাজ চিকিৎসাধীন রয়েছেন। মৃত গৃহবধূর নাম অনিতা কবিরাজ ও  তাঁর ছেলের নাম সুব্রত কবিরাজ বলে আত্মীয় পরিজন ও স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান।

সুরজিৎ দে

Poultry Farming Tips: বর্ষার শুরুতেই বাড়ছে হাঁস, মুরগির রোগ! পশু চিকিৎসকের সহজ পরামর্শেই কামাল করুন

দক্ষিণ ২৪ পরগনা: সবেমাত্র শুরু হয়েছে বর্ষাকাল। কিন্তু এর মধ্যে বাড়ছে হাঁস, মুরগি সহ পক্ষীকুলের একাধিক রোগব্যাধি। সেজন্য এই রোগব্যাধি নিয়ে সচেতন থাকতে হবে সকলকে।বিশেষ করে যারা প্রচুর পরিমাণে এই হাঁস ও মুরগি বা পাখি পালন করেন তাদের সাবধান থাকার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক সত্যজিৎ বেশড়া। তিনি জানিয়েছেন এই সময়টাতে হাঁস ও মুরগির ফাঙ্গাল ইনফেকশন দেখা যায়।

তার হাত থেকে বাঁচতে হাঁস ও মুরগিকে উন্মুক্ত জায়গায় ছেড়ে রাখতে হবে। তবে বৃষ্টির জলে ভেজানো যাবেনা। প্রথম বৃষ্টি মানুষের জন্য আরামদায়ক হলেও হাঁস ও মুরগির জন্য নয়। সেজন্য হাঁস ও মুরগিকে খোলা স্থানে রাখতে হবে। একজায়গার মধ্যে অনেকগুলি হাঁস ও মুরগিকে রাখা যাবেনা।

আরও পড়ুন – Indian Women Football: ভারতের জার্সি পরে বিদেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচে জঙ্গলমহলের মেয়ে

সেজন্য সচেতন থাকতে হবে। হাঁস ও মুরগিকে খাওয়ানোর জন্য ফ্রেশ ওয়াটার অর্থাৎ পরিশ্রুত জল দিতে হবে। ফোটানো জল দিলেও ভাল হয়। এই সময় ডিমের খোলা পাতলা হওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয়।

সেজন্য সবসময় সতর্ক থাকতে হবে। কিছু হলেই প্রাণী চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। বিশেষ করে যারা ব্যবসার জন্য হাঁস, মুরগি পালনা করেন তারা এই সামান্য দিকগুলি না মানলে বড় ক্ষতির মুখে পড়তে পারেন।

Nawab Mullick

New Business Idea: এই স্কিমের আওতায় দেশি মুরগির ব্যবসাতে ৫০% ভর্তুকি দিচ্ছে সরকার; জানুন কী করতে হবে

কেন্দ্রীয় সরকার কৃষকদের পোলট্রি করায় উৎসাহিত করছে। বর্তমানে সরকারও কৃষকদের আর্থিক সহায়তা দিচ্ছে। ন্যাশনাল লাইভস্টক মিশনের আওতায় কেন্দ্রীয় সরকার মুরগি পালনের জন্য কৃষকদের বিশেষ ছাড় দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প দেশীয় জাতের মুরগি পালনের জন্য কৃষকদের দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় সরকার কৃষকদের পোলট্রি করায় উৎসাহিত করছে। বর্তমানে সরকারও কৃষকদের আর্থিক সহায়তা দিচ্ছে। ন্যাশনাল লাইভস্টক মিশনের আওতায় কেন্দ্রীয় সরকার মুরগি পালনের জন্য কৃষকদের বিশেষ ছাড় দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প দেশীয় জাতের মুরগি পালনের জন্য কৃষকদের দেওয়া হচ্ছে।
চিফ ভেটেরিনারি অফিসার ডা. মনোজ কুমার আগরওয়াল লোকাল নিউজ18-কে বলেন যে, কেন্দ্রীয় সরকার ন্যাশনাল লাইভস্টক মিশনের অধীনে কৃষকদের আয় বাড়াতে হাঁস-মুরগি পালনকে উৎসাহিত করছে।
চিফ ভেটেরিনারি অফিসার ডা. মনোজ কুমার আগরওয়াল লোকাল নিউজ18-কে বলেন যে, কেন্দ্রীয় সরকার ন্যাশনাল লাইভস্টক মিশনের অধীনে কৃষকদের আয় বাড়াতে হাঁস-মুরগি পালনকে উৎসাহিত করছে।
কৃষকরা ৫০টি জাতের দেশি মোরগের সঙ্গে ১০০০টি জাতের দেশি মুরগি পালন করতে পারেন। যার জন্য পুরো প্রকল্পের মূল্য ৫০ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। এই ব্যবসা করলে কৃষকরা ৫০% পর্যন্ত ভর্তুকি পাবেন।
কৃষকরা ৫০টি জাতের দেশি মোরগের সঙ্গে ১০০০টি জাতের দেশি মুরগি পালন করতে পারেন। যার জন্য পুরো প্রকল্পের মূল্য ৫০ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। এই ব্যবসা করলে কৃষকরা ৫০% পর্যন্ত ভর্তুকি পাবেন।
ডা. মনোজ কুমার আগরওয়াল জানান যে, পোলট্রি চাষের এই প্রকল্পের সুবিধা পেতে, কৃষকদের বিভাগের উদ্যম মিত্র ওয়েবসাইটে যেতে হবে এবং অনলাইন ফর্ম পূরণ করতে হবে। হাঁস-মুরগি পালনের এই প্রকল্পের সুবিধা পেতে, কৃষকদের পোলট্রি চাষের একটি রেজিস্টার্ড প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন।
ডা. মনোজ কুমার আগরওয়াল জানান যে, পোলট্রি চাষের এই প্রকল্পের সুবিধা পেতে, কৃষকদের বিভাগের উদ্যম মিত্র ওয়েবসাইটে যেতে হবে এবং অনলাইন ফর্ম পূরণ করতে হবে। হাঁস-মুরগি পালনের এই প্রকল্পের সুবিধা পেতে, কৃষকদের পোলট্রি চাষের একটি রেজিস্টার্ড প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন।
এছাড়া কৃষকের এক একর জমি থাকাও জরুরি। জমিতে কোনও ধরনের পূর্বকালীন ঋণ থাকলে তাঁরা সাহায্য পাবেন না। যে সকল কৃষকের কিষাণ ক্রেডিট কার্ড চালু রয়েছে তাঁরাও মুরগি পালন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
এছাড়া কৃষকের এক একর জমি থাকাও জরুরি। জমিতে কোনও ধরনের পূর্বকালীন ঋণ থাকলে তাঁরা সাহায্য পাবেন না। যে সকল কৃষকের কিষাণ ক্রেডিট কার্ড চালু রয়েছে তাঁরাও মুরগি পালন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
কোনও কৃষকের নিজস্ব জমি না থাকলে তিনি ১০ বছরের জন্য রেজিস্টার্ড করা জমি লিজে নিয়ে হাঁস-মুরগি পালন করতে পারেন। তিনি আরও জানিয়েছেন যে, পোলট্রি ফার্মিং স্কিমের সুবিধা পেতে, কৃষককে অনলাইনে ৫০ লক্ষ টাকার একটি প্রকল্পের রিপোর্ট জমা দিতে হবে।
কোনও কৃষকের নিজস্ব জমি না থাকলে তিনি ১০ বছরের জন্য রেজিস্টার্ড করা জমি লিজে নিয়ে হাঁস-মুরগি পালন করতে পারেন। তিনি আরও জানিয়েছেন যে, পোলট্রি ফার্মিং স্কিমের সুবিধা পেতে, কৃষককে অনলাইনে ৫০ লক্ষ টাকার একটি প্রকল্পের রিপোর্ট জমা দিতে হবে।
এরপর ভেটেরিনারি বিভাগের টিম তদন্ত করে ওই রিপোর্ট উচ্চতর প্রতিনিধিদের কাছে জমা দেবেন। ফর্ম পূরণের পর তা সংশ্লিষ্ট ব্যাঙ্কে পাঠানো হবে। এরপর ব্যাঙ্ক তার নিজস্ব শর্তে কৃষককে ঋণ দেবে।
এরপর ভেটেরিনারি বিভাগের টিম তদন্ত করে ওই রিপোর্ট উচ্চতর প্রতিনিধিদের কাছে জমা দেবেন। ফর্ম পূরণের পর তা সংশ্লিষ্ট ব্যাঙ্কে পাঠানো হবে। এরপর ব্যাঙ্ক তার নিজস্ব শর্তে কৃষককে ঋণ দেবে।
ডা. মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে, ৫০ লক্ষ টাকার স্কিমে একজন কৃষকের অংশ থাকবে ৫ লক্ষ টাকা এবং ব্যাঙ্ক থেকে ২০ লক্ষ টাকা ঋণ নেওয়ার বাধ্যবাধকতা থাকবে৷
ডা. মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে, ৫০ লক্ষ টাকার স্কিমে একজন কৃষকের অংশ থাকবে ৫ লক্ষ টাকা এবং ব্যাঙ্ক থেকে ২০ লক্ষ টাকা ঋণ নেওয়ার বাধ্যবাধকতা থাকবে৷
কৃষক ২৫% টাকা খরচ করার পরে, অর্ধেক ছাড়ে টাকা কৃষকের অ্যাকাউন্টে জমা হবে। প্রকল্পের কাজ শেষ হলে, অবশিষ্ট টাকা দ্বিতীয় কিস্তি হিসেবে কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হবে।
কৃষক ২৫% টাকা খরচ করার পরে, অর্ধেক ছাড়ে টাকা কৃষকের অ্যাকাউন্টে জমা হবে। প্রকল্পের কাজ শেষ হলে, অবশিষ্ট টাকা দ্বিতীয় কিস্তি হিসেবে কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হবে।

Poultry Farming: অত্যধিক গরমে হাঁসেদের হাঁসফাঁস, পোল্ট্রি ফার্মের দিকেই ঝুঁকছেন প্রতিপালকেরা

পুকুরের জল শুকিয়ে যাওয়ার কারণে মাছ চাষ যেমন ব্যাহত হচ্ছে তেমনই অতি সংকট জনক পরিস্থিতিতে রয়েছে হাঁস প্রতিপালনকারীরা। গরমের দাবদাহে অসুস্থ হয়ে পড়ছে হাঁসেরা। কাজেই, বিকল্প হিসাবে পোল্ট্রি ফার্মিংয়ের দিকে ঝুঁকছেন প্রতিপালকেরা।