কল্যাণ-কুণালের দাবি, পাল্টা দাবি৷

Kunal Ghosh vs Kalyan Chaubey: ‘বিজেপিতে যোগ দিতে চান কুণাল’, দাবি কল্যাণের! রাত আটটায় ফের বোমা ফাটাবেন তৃণমূল নেতা

কলকাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের দাবি পাল্টা দাবিকে কেন্দ্রে করে জমজমাট মানিকতলা উপনির্বাচন৷ এ দিন সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ চাঞ্চল্যকর দাবি করে বলেন, গত রবিবার তাঁকে ফোন করেছিলেন কল্যাণ চৌবে৷ মানিকতলায় তৃণমূল প্রার্থীকে হারাতে দলের সঙ্গে অন্তঘার্ত করার বিনিময়ে কল্যাণ তাঁকে ক্রীড়াক্ষেত্রে বড় কোনও পদ পাইয়ে দেওয়ার টোপ দেন বলে দাবি করেন কুণাল৷

কুণাল ঘোষের এই সাংবাদিক বৈঠকের কিছুক্ষণের মধ্যে মুখ খুললেন কল্যাণ চৌবে৷ মানিকতলার বিজেপি প্রার্থীর পাল্টা দাবি, কুণাল অনেক দিন ধরেই বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন৷ এমন কি, তাঁর কাছেও এ বিষয়ে তদ্বির করেছিলেন তৃণমূল নেতা৷ সেই সূত্রেই তিনি কুণালকে তাঁকে সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী৷

আরও পড়ুন: ‘মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছে, দশ দিনের মধ্যে দাম কমাতে হবে!’ নির্দেশ ক্ষুব্ধ মমতার

কল্যাণ চৌবে বলেন, ‘আমার সঙ্গে কুণাল ঘোষের দীর্ঘ দিনের পরিচয়৷ বইমেলায় আমার বইয়ের উদ্বোধনেও উনি উপস্থিত ছিলেন, আমার বাড়িতেও এসেছেন৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগেও বিজেপিতে যোগ দেওয়ার জন্য কুণাল আমার কাছে এসেছিলেন৷ দলের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ওনার দেখাও করিয়ে দিয়েছিলাম৷ কিন্তু দল তখন ওনাকে নিতে চায়নি৷’

কল্যাণের দাবি,  এখনও বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন কুণাল৷ বিজেপি প্রার্থীর দাবি, ‘চলতি মাসের শেষে কুণাল ঘোষ রাজ্যের বাইরে বিজেপি নেতাদের সঙ্গে বসতে চেয়েছিলেন।‌ এক মধ্যস্থতাকারীর মাধ্যমে রাজ্যের বাইরে বসার কথা বলেছিলেন। ৷ হয়তো এসব হওয়ার পর তিনি সেই বৈঠক কিছুটা পিছিয়ে দেবেন৷ আমি ভেবেছিলাম, কুণাল ঘোষ যখন বিজেপিতে আসতেই চাইছেন তাহলে ওনার থেকে সাহায্য নেওয়াই যায়৷ আর প্রার্থী হিসেবে সাহায্য চেয়ে আমি তো দলমত নির্বিশেষে সবাইকেই ফোন করছি৷’

কল্যাণ দাবি করেছেন, কুণাল নিজেই তাঁকে রবিবার রাত এগারোটার পর ফোন করতে বলেছিলেন৷ তবে তিনি কুণালকে ক্রীড়াক্ষেত্রে বড় কোনও পদ পাইয়ে দেওয়ার টোপ দেননি বলেই দাবি করেছেন কল্যাণ৷ তাঁর দাবি, কুণালের প্রকাশ করা অডিওতে তাঁর গলা বিকৃত করা হয়েছে৷

কল্যাণ চৌবের এই বিস্ফোরক দাবির জবাব দিয়ে কুণাল পাল্টা বলেন,  ‘আপনার সেই সময়ের সভাপতি দিলীপ ঘোষকে জিজ্ঞেস করে দেখুন কোনওদিন আমি বিজেপিতে যোগ দিতে চেয়েছি কি না৷ বিজেপির এত নেতার সঙ্গে পরিচয় আছে, কেন পচা কল্যাণকে বলতে যাবো? আমি ওনার বাড়ি গিয়েছি, উনি আমার বাড়িতে এসেছেন৷ মোহনবাগান নিয়ে কথা হয়েছে৷ কারণ ওনার স্ত্রী অঞ্জন মিত্রের কন্যা৷ অঞ্জনদাই আমাকে বলেছিলেন তাঁর কন্যার সঙ্গে একবার বৈঠক করতে৷’

কুণাল দাবি করেছেন, তাঁর সঙ্গে কল্যাণ চৌবের পুরো কথোপকথনের অডিও রাত আটটায় তিনি প্রকাশ করবেন৷ কুণালের পাল্টা প্রশ্ন, ‘আমি তো মানিকতলার ভোটার নই, বেলেঘাটার ভোটার৷ তাহলে আমাকে ফোন করতে গেলেন কেন? সিবিআইকে চিঠি দিয়ে বলুন তদন্ত করে দেখতে অডিও বিকৃত করেছি কি না৷ কে কল্যাণ চৌবে, আমার বাড়িতে মুকুল রায় এসে বিজেপিতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন, আমি ফিরিয়ে দিয়েছি৷ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আমাকে চেনেন৷ আমার নিজের কাকা গুজরাত ক্যাডারের আইএএস৷ নরেন্দ্র মোদি জড়িয়ে ধরে আমার সঙ্গে ছবি তুলেছেন৷ আমার পরিচয়ের স্তরটা একটু জেনে নিয়ে কথা বলবেন৷ বিজেপিতে যেতে গেলে আমার কল্যাণ চৌবেকে ধরতে হবে না৷’ তাঁর সঙ্গে কল্যাণ চৌবের কথোপকথনের পুরো অডিও টেপ তিনি আজ রাত আটটায় প্রকাশ করবেন বলে জানিয়েছেন কুণাল৷