প্রতিবাদ 

Alipurduar News: তীব্র গরমে ৪৮ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন! বিদ্যুৎ দফতরে ‌যা করলেন বাসিন্দারা!

আলিপুরদুয়ার: গরমে নাজেহাল অবস্থা। ৩৬ ডিগ্ৰি তাপমাত্রায় ক্লান্ত সকলেই। অপরদিকে প্রায় ৪৮ ঘন্টারও সময় ধরে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা।ক্ষিপ্ত কালচিনি ব্লকের মানুষেরা। অসহ্য গরমে থাকতে না পেরে কালচিনি বিদ্যুৎ দফতরে এসে বিক্ষোভ দেখালেন মেচপাড়া, ভাটপাড়া ও আচ্ছাপাড়ার বাসিন্দারা। এদিন কালচিনি বিদ্যুৎ দফতরের সমস্ত পরিষেবা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান তারা।

তারা জানান, সামান্য বৃষ্টির পর থেকেই এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়েও কোনও কিছু বলা হচ্ছে না। এরপর এদিন এনিয়ে বিদ্যুৎ দফতরে অভিযোগ করতে এলে কার্যালয়ে কালচিনি বিদ্যুৎ বিভাগের ম্যানেজারকে না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।

আরও পড়ুন:হালকা তেল-মশলা দিয়ে কাঁচকলার টক-ঝাল তরকারি! বোরোদের এই খাবার মুখে লেগে থাকবে, জানুন সহজ রেসিপি

বিদ্যুৎ পরিষেবা না থাকলে কতটা সমস্যা হতে পারে তা বোঝানোর জন্যই দফতরের সব বিদ্যুতের সুইচ বন্ধ করে দেয় বাসিন্দারা। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সে বিষয়ে সুনিশ্চিত কিছু না জানালে এভাবেই তারা ধরনায় থাকবেন বলে জানান মেচপাড়া, আচ্ছাপাড়া সহ অন্যান্য এলাকার বাসিন্দারা। ঘণ্টা খানেক বিক্ষোভ চলার পর বিদ্যুৎ দফতরের কর্মীদের আশ্বাসে বাসিন্দারা বিক্ষোভ তুলে নেয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey