FD না কি PPF ? কোথায় টাকা রাখা বেশি লাভজনক? কী কী সুবিধা পাওয়া যায়? জানুন পুরো হিসেব

 

ঝুঁকি নিতে না চাইলে এফডি বা পিপিএফে বিনিয়োগ আদর্শ। ফিক্সড ডিপোজিটে একসঙ্গে পুরো টাকা বিনিয়োগ করতে হয়। এর উপর ঠিক হয় সুদের হার। মেয়াদ কয়েক দিন থেকে ১০ বছর পর্যন্ত হতে পারে।
ঝুঁকি নিতে না চাইলে এফডি বা পিপিএফে বিনিয়োগ আদর্শ। ফিক্সড ডিপোজিটে একসঙ্গে পুরো টাকা বিনিয়োগ করতে হয়। এর উপর ঠিক হয় সুদের হার। মেয়াদ কয়েক দিন থেকে ১০ বছর পর্যন্ত হতে পারে।
অন্য দিকে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড সরকার সমর্থিত দীর্ঘমেয়াদি বিনিয়োগ বিকল্প। অবসরের জন্য ডিজাইন করা হয়েছে। লক ইন পিরিয়ড ১৫ বছর। মেয়াদ শেষে আরও পাঁচ বছর করে ২ বার বাড়ানো যায়। এই দুই বিনিয়োগ বিকল্পের পার্থক্য, সুবিধা এবং কোনটা বেশি লাভজনক দেখে নেওয়া যাক।
অন্য দিকে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড সরকার সমর্থিত দীর্ঘমেয়াদি বিনিয়োগ বিকল্প। অবসরের জন্য ডিজাইন করা হয়েছে। লক ইন পিরিয়ড ১৫ বছর। মেয়াদ শেষে আরও পাঁচ বছর করে ২ বার বাড়ানো যায়। এই দুই বিনিয়োগ বিকল্পের পার্থক্য, সুবিধা এবং কোনটা বেশি লাভজনক দেখে নেওয়া যাক।
বিনিয়োগের ধরন: এফডি-তে একসঙ্গে পুরো টাকা বিনিয়োগ করতে হয়। আমানতের উপর সুদ মেলে। পিপিএফে বার্ষিক বা ১২ কিস্তিতে দেড় লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।
বিনিয়োগের ধরন: এফডি-তে একসঙ্গে পুরো টাকা বিনিয়োগ করতে হয়। আমানতের উপর সুদ মেলে। পিপিএফে বার্ষিক বা ১২ কিস্তিতে দেড় লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।
সুদের হার: এফডিতে নির্দিষ্ট সুদের হার নেই। ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। সাধারণত ৩.৫০ শতাংশ থেকে ৯ শতাংশ হারে বার্ষিক সুদ পাওয়া যায়। পিপিএফে প্রতি তিন মাস অন্তর সুদের হার ঘোষণা করে কেন্দ্র সরকার। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বার্ষিক সুদের হার ৭.১ শতাংশ।
সুদের হার: এফডিতে নির্দিষ্ট সুদের হার নেই। ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। সাধারণত ৩.৫০ শতাংশ থেকে ৯ শতাংশ হারে বার্ষিক সুদ পাওয়া যায়। পিপিএফে প্রতি তিন মাস অন্তর সুদের হার ঘোষণা করে কেন্দ্র সরকার। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বার্ষিক সুদের হার ৭.১ শতাংশ।
লিকুইডিটির পার্থক্য: মেয়াদ শেষের আগে এফডি ভাঙালে জরিমানা দিতে হয়। পিপিএফে বিনিয়োগের পাঁচ বছর পর আংশিক প্রত্যাহারের সুবিধা মেলে। ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর সম্পূর্ণ প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়।
লিকুইডিটির পার্থক্য: মেয়াদ শেষের আগে এফডি ভাঙালে জরিমানা দিতে হয়। পিপিএফে বিনিয়োগের পাঁচ বছর পর আংশিক প্রত্যাহারের সুবিধা মেলে। ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর সম্পূর্ণ প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়।
ট্যাক্স সুবিধা: আয়কর আইন ১৯৬১-এর ধারা ৮০-সির আওতায় এফডি এবং পিপিএফ, উভয় বিনিয়োগ থেকেই কর সুবিধা পাওয়া যায়। এফডির সুদের উপর প্রযোজ্য কর গ্রাহকের আয়কর ব্র্যাকেটের উপর নির্ভর করে। যাইহোক আয়কর আইনের ৮০টিটিবি-র আওতায় প্রবীণ নাগরিকরা এফডি-তে বেশি সুদ এবন ৫০ হাজার টাকা পর্যন্ত করছাড় পান। পিপিএফে প্রাপ্ত সুদ এবং রিটার্ন সম্পূর্ণ করমুক্ত।
ট্যাক্স সুবিধা: আয়কর আইন ১৯৬১-এর ধারা ৮০-সির আওতায় এফডি এবং পিপিএফ, উভয় বিনিয়োগ থেকেই কর সুবিধা পাওয়া যায়। এফডির সুদের উপর প্রযোজ্য কর গ্রাহকের আয়কর ব্র্যাকেটের উপর নির্ভর করে। যাইহোক আয়কর আইনের ৮০টিটিবি-র আওতায় প্রবীণ নাগরিকরা এফডি-তে বেশি সুদ এবন ৫০ হাজার টাকা পর্যন্ত করছাড় পান। পিপিএফে প্রাপ্ত সুদ এবং রিটার্ন সম্পূর্ণ করমুক্ত।
ঝুঁকি কত: এফডি বিনিয়োগ নিরাপদ মাধ্যম। গ্রাহকদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট ইনস্যুরেন্স দেওয়া হয়। পিপিএফ কেন্দ্র সরকার সমর্থিত হওয়ায় সম্পূর্ণ নিরাপদ।
ঝুঁকি কত: এফডি বিনিয়োগ নিরাপদ মাধ্যম। গ্রাহকদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট ইনস্যুরেন্স দেওয়া হয়। পিপিএফ কেন্দ্র সরকার সমর্থিত হওয়ায় সম্পূর্ণ নিরাপদ।
সুদ গণনা: পিপিএফে চক্রবৃদ্ধি হারে সুদ গণনা করা হয়। এফডিতে দেওয়া হয় সহজ সুদ।
সুদ গণনা: পিপিএফে চক্রবৃদ্ধি হারে সুদ গণনা করা হয়। এফডিতে দেওয়া হয় সহজ সুদ।
কোনটা লাভজনক: পিপিএফ এবং এফডি-র মধ্যে কোনটা লাভজনক, তা নির্ভর করে গ্রাহকের বিনিয়োগের উদ্দেশ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর। যারা ভবিষ্যতের জন্য বিনিয়োগ এবং কর বাঁচাতে চান, তাঁরা পিপিএফে বিনিয়োগ করতে পারেন। অন্য দিকে, এফডিতে গ্রাহক নিজেই মেয়াদ বাছতে পারেন। ট্যাক্স সেভিংস এফডি-র লক ইন পিরিয়ডও কম।
কোনটা লাভজনক: পিপিএফ এবং এফডি-র মধ্যে কোনটা লাভজনক, তা নির্ভর করে গ্রাহকের বিনিয়োগের উদ্দেশ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর। যারা ভবিষ্যতের জন্য বিনিয়োগ এবং কর বাঁচাতে চান, তাঁরা পিপিএফে বিনিয়োগ করতে পারেন। অন্য দিকে, এফডিতে গ্রাহক নিজেই মেয়াদ বাছতে পারেন। ট্যাক্স সেভিংস এফডি-র লক ইন পিরিয়ডও কম।