পাইথন 

Alipurduar News: নদীর জলে ভেসে ঢুকল, খেতে ঘুরে বেড়াচ্ছে ওটা কী? বিরাট চাঞ্চল্য ফালাকাটায়

আলিপুরদুয়ার: একটি বিশাল অজগর উদ্ধার হল ফালাকাটায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। সূত্রের খবর অনুযায়ী, ফালাকাটা ব্লকের খাড়াকদম এলাকার একটি খেত থেকে উদ্ধার করা হয় ওই অজগর সাপটি।

এদিন স্থানীয়দের নজরেই প্রথম আসে অজগর সাপটি। ওই অজগরটি দেখা মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পাওয়া মাত্রই ছুটে যান ডালিমপুর এলাকার সর্প প্রেমী অরূপ রতন গিরি।

আরও পড়ুন:  বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, মুহুর্মুহু বাজ! কলকাতা-সহ দক্ষিণের ৬ জেলায় বড় দুর্যোগ, আবহাওয়ার নতুন আপডেট জেনে নিন

তিনি ওই অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।এরপর দলগাঁও রেঞ্জের বনকর্মীদের হাতে ওই অজগর সাপটি তুলে দেন সর্প প্রেমী অরূপ রতন গিরি। সর্প প্রেমী অরূপ রতন গিরি জানান, “অজগরটি নাইলনের জালে আটকে গিয়েছিল। সাপটিকে উদ্ধার করে সুস্থ অবস্থায় বন কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে।”

আরও পড়ুন:  বলুন তো কোন জিনিস শুকনো অবস্থায় ২ কেজি, ভিজে গেলে ১ কেজি, আবার পুড়লে ৩ কেজি হয়ে যায়? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

দলগাঁও রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অজগরটি প্রায় ৭ ফুট লম্বা। অজগর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। নদীতে ভেসে এসেছে ওই অজগরটি।

Annanya Dey