Prevent Hairfall

Prevent Hair loss: মাথায় টাক পড়েছে? চুল পাতলা? চুলে পাক ধরছে? ভরসা রাখুন এই ঘরোয়া উপায়ে, চুলের সব সমস্যা মিটবে

মেরিকান আকাদেমি অফ ডার্মাটোলজির বিশেষজ্ঞদের মতে, প্রতিটা মানুষের রোজ গড়ে ৫০-১০০টা চুল পড়ে। মনে হতে পারে সংখ্যাটা বিশাল। কিন্তু আমাদের মাথায় কম-বেশি ১০০,০০০ হেয়ার ফলিকেল থাকে এবং চুল ফের গজাতে শুরু করে। কিন্তু চিন্তার বিষয় হয় তখন-ই, যখন এরথেকে বেশি সংখ্যায় চুল পড়ে। চুল পাতলা হতে থাকে। দেখতে দেখতে মাথায় দেখা দেয় টাক।
মেরিকান আকাদেমি অফ ডার্মাটোলজির বিশেষজ্ঞদের মতে, প্রতিটা মানুষের রোজ গড়ে ৫০-১০০টা চুল পড়ে। মনে হতে পারে সংখ্যাটা বিশাল। কিন্তু আমাদের মাথায় কম-বেশি ১০০,০০০ হেয়ার ফলিকেল থাকে এবং চুল ফের গজাতে শুরু করে। কিন্তু চিন্তার বিষয় হয় তখন-ই, যখন এরথেকে বেশি সংখ্যায় চুল পড়ে। চুল পাতলা হতে থাকে। দেখতে দেখতে মাথায় দেখা দেয় টাক।
নানা কারণে চুল পড়তে পারে, যেমন– মানসিক অশান্তি, রোজের জীবনের অনিয়ম, সঠিক পুষ্টিকর খাওয়াদাওয়া না করা, খারাপ মানের স্নানের জল। জেনেটিক কারণেও অনেকের মাথায় বয়সের আগেই টাক পড়তে শুরু করে। টাকে চুল গজাতে বা টাক পড়া আটকাতে অনেকেই বাজারচলতি নানারকম কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু এতে হীতে বিপরীত হয়। কারণ এই সব প্রডাক্টে নানা ক্ষতিকর কেমিক্যাল থাকে। কাজেই ভরসা রাখুন ঘরোয়া টোটকায়।
নানা কারণে চুল পড়তে পারে, যেমন– মানসিক অশান্তি, রোজের জীবনের অনিয়ম, সঠিক পুষ্টিকর খাওয়াদাওয়া না করা, খারাপ মানের স্নানের জল। জেনেটিক কারণেও অনেকের মাথায় বয়সের আগেই টাক পড়তে শুরু করে। টাকে চুল গজাতে বা টাক পড়া আটকাতে অনেকেই বাজারচলতি নানারকম কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু এতে হীতে বিপরীত হয়। কারণ এই সব প্রডাক্টে নানা ক্ষতিকর কেমিক্যাল থাকে। কাজেই ভরসা রাখুন ঘরোয়া টোটকায়।
বিশেষজ্ঞরা মনে করেন, প্রাকৃতিক ক্লিনজার ও কন্ডিশনার হিসেবে কাজ করে রিঠা ফল। দামও খুব-ই কম। এটি চুল ও স্ক্যাল্পে জমে থাকা ময়লা, তেল অপসারনে সাহায্য করে।
বিশেষজ্ঞরা মনে করেন, প্রাকৃতিক ক্লিনজার ও কন্ডিশনার হিসেবে কাজ করে রিঠা ফল। দামও খুব-ই কম। এটি চুল ও স্ক্যাল্পে জমে থাকা ময়লা, তেল অপসারনে সাহায্য করে।
নতুন চুল গজানো থেকে চুল পড়া রোধ করতে দারুণ কার্যকর রিঠা। এই ফল দিয়ে চুল ও স্ক্যাল্প পরিষ্কার করলে উপকার পাবেন।
তুন চুল গজানো থেকে চুল পড়া রোধ করতে দারুণ কার্যকর রিঠা। এই ফল দিয়ে চুল ও স্ক্যাল্প পরিষ্কার করলে উপকার পাবেন।
বিউটিশিয়ান মনি মুখোপাধ্যায় বলেন, প্রথমে রিঠা গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর তাতে শুকনো আমলকি ও শিকাকাই যোগ করে সামান্য গরম আঁচে বসিয়ে নিলে তৈরি হবে বিশেষ শ্যাম্পু, যা সম্পূর্ণভাবে প্রাকৃতিক।
বিউটিশিয়ান মনি মুখোপাধ্যায় বলেন, প্রথমে রিঠা গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর তাতে শুকনো আমলকি ও শিকাকাই যোগ করে সামান্য গরম আঁচে বসিয়ে নিলে তৈরি হবে বিশেষ শ্যাম্পু, যা সম্পূর্ণভাবে প্রাকৃতিক।
পুজোর আগে কয়েক সপ্তাহ এই প্রাকৃতিক শ্যাম্পু ব্যবহার করলে একদিকে যেমন চুলের স্বাস্থ্য ফিরে পাবেন তেমনি চুল পড়া, পাকা চুলের সমস্যা মিটবে।
পুজোর আগে কয়েক সপ্তাহ এই প্রাকৃতিক শ্যাম্পু ব্যবহার করলে একদিকে যেমন চুলের স্বাস্থ্য ফিরে পাবেন তেমনি চুল পড়া, পাকা চুলের সমস্যা মিটবে।