কলকাতা: দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এবার কড়া হতে চলেছে রাজ্য। বিশেষ করে আলুর দাম নিয়ন্ত্রণে হিমঘরে আলু রাখার মেয়াদ বাড়ানো হবে না বলে জানানো হয়েছে।
সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আলু হিমঘরে রাখার যে সময়সীমা রয়েছে সেই সময়সীমা পর্যন্তই আলু রাখা যাবে। আলুর দাম নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এদিন সন্ধ্যেবেলায় বৈঠক করেন মুখ্য সচিব। সেই বৈঠকেই এই নির্দেশ মুখ্যসচিব দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর।
কালীপুজো ও ভাই ফোটার সময় বাজারে নিয়ম মত টাস্ক ফোর্সের অভিযান চালাতে হবে, এমনই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। দুর্গাপুজোর পরে দানার দরুন বাজারে কিছুটা শাক-সবজির দাম বেড়েছে। তা অবিলম্বে নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব।
আরও পড়ুন: আদালতে বিচারকের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন আইনজীবীরা! আদালতে ভাঙচুর, লাঠিচার্জ পুলিশের
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করানোর জন্য বাজারে বাজারে অভিযান চালাতে হবে, মুখ্য সচিব এমনই নির্দেশ দিয়েছেন টাস্ক ফোর্সের সদস্যদের। খুচরো বাজারের কালোবাজারি হলে পুলিশকে পদক্ষেপ করতে হবে, রাজ্য পুলিশকে কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব।