অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে চরম ভোগান্তি

রাস্তায় টোটো আর টোটো! বাস মালিকদের এবার বড় ঘোষণা, ভোগান্তির শেষ থাকবে না

দক্ষিণ দিনাজপুর : জাতীয় সড়ক ও রাজ্য সড়কে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে টোটো। এমনকী ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরত্বের গন্তব্যেও যাত্রী পরিষেবা দিয়ে দিচ্ছে টোটো।

টোটোর দাপাদাপির প্রতিবাদ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডাকল দক্ষিণ দিনাজপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশন। জাতীয় সড়ক থেকে পাড়ার গলিপথ, টোটোর দাপটে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষ থেকে পরিবহন ব্যবসায়ীদের।

আরও পড়ুন- বিপদসীমা ছুঁয়েছে বাঙড়ি নদীর জল , টোটোপাড়ার সঙ্গে বন্ধ যোগাযোগ!

দক্ষিণ দিনাজপুরে মঙ্গলবার সকাল থেকে এই বন্ধ শুরু হওয়ায় সমস্যায় পড়েছেন বালুরঘাট থেকে বিভিন্ন জায়গার যাওয়ার উদ্দেশ্যে বেরোনোর সাধারণ যাত্রী থেকে নিত্যযাত্রী সকলে।

জেলা জুড়ে কলেজগুলিতে ইতিমধ্যে পরীক্ষা শুরু হওয়াতে চরম বিপাকে ছাত্র-ছাত্রীরা। একাধিক রুটে বাস বন্ধ করে রাখায় নিত্যযাত্রীরা সমস্যায় পড়ে অটো অথবা টোটোয় যেতে বাধ্য হচ্ছেন।

বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, “টোটোর দৌরাত্মে ব্যবসায় মার খাচ্ছে বাস মালিকরা। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে যাতায়াত। টোটো ন্যাশানাল হাইওয়ে, স্টেট হাইওয়েতে চলার কথা নয়। বারবার জেলাশাসক, আরটিও থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন মহলে জানিয়েও কোনও লাভ হয়নি, সেখানে শুধু আশ্বাস মিলেছে। সেই কারণেই এই সিদ্ধান্ত।”

আরও পড়ুন- পুজোয় আকর্ষণের শীর্ষে দার্জিলিং, পরিচর্যার অভাবে ভুগছে এই জায়গা! হতাশ পর্যটকরা

জেলার বাস মালিক ও জেলা প্রশাসনের মধ্যে বৈঠক করা হয়েছে টোটোর দৌরাত্ম বন্ধ করা নিয়ে, কিন্তু সেই বৈঠক থেকেও তেমনভাবে সমস্যার সমাধান সূত্র বের হয়ে আসেনি বলে জানা যায় বাস মালিকদের পক্ষ থেকে। তাঁদের দাবি অবিলম্বে সমস্যা সমাধান না হলে তাঁরা এই সমস্ত রুটগুলিতে বাস চালাতে পারবে না।

সুস্মিতা গোস্বামী