পূর্ব বর্ধমান: ধরা বাঁধা সময়সূচি নয়, মনোযোগের উপরে ভর করেই সফল পূর্ব বর্ধমানের অর্ঘদীপ। মাধ্যমিক ২০২৪-এ রাজ্যে পঞ্চম পূর্ব বর্ধমানের ছাত্র। ভোটের প্রাক্কালে প্রকাশিত মাধ্যমিক ২০২৪ এর ফলাফল। পরীক্ষার ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের। প্রথম দশে মোট ৫৭ জন। মেধাতালিকায় রয়েছে পূর্ব বর্ধমানের পরীক্ষার্থীরাও। ৬৮৯ পেয়ে রাজ্যে পঞ্চম হয়েছে পূর্ব বর্ধমানের অর্ঘদীপ বসাক।
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের পারুলডাঙা নুসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ঘদীপ বসাক। ৯৮.৪২% নম্বর পেয়ে মেধাতালিকায় জায়গা করে নিয়েছে সে। পারুলডাঙা নুসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ঘদীপ বসাক জানিয়েছে, মূলত মনোযোগ দিয়ে পড়েই মাধ্যমিকে সফল হয়েছে সে।
আরও পড়ুন: ‘মিথ্যা, জোরের সঙ্গে মিথ্যা, বারবার মিথ্যা বলাই রাহুল গান্ধির নীতি’, ইভিএম প্রশ্নে বিরোধীদেরই তোপ অমিত শাহের
এই প্রসঙ্গে, মাধ্যমিক ২০২৪-এ পঞ্চম স্থানাধিকারী অর্ঘদীপ বসাকের প্রতিক্রিয়া, “পড়াশোনার নির্দিষ্ট কোনও টাইম ছিল না। যখন মনে হত তখন পড়তে বসতাম। বিশেষ করে পরীক্ষার আগে ১২-১৩ ঘণ্টা পড়তাম। এছাড়াও, পরীক্ষার আগে আমি প্রাইভেট পড়া ছেড়ে দিয়েছিলাম। সে কারণে ওই সময়টা আমি বাড়িতেই পড়তে বসতাম। স্কুলের শিক্ষকরা আমাকে বিশেষভাবে সাহায্য করেছে। যখনই দরকার পড়েছে তারা আমাকে সেই সময়তেই সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি ভেবেছিলাম ৬৮০ এর উপরে নম্বর পাব। কিন্তু এত ভাল রেজাল্ট হবে কখনওই আশা করিনি। আমার পাঁচজন প্রাইভেট শিক্ষক ছিলেন এছাড়া আমার স্কুলের শিক্ষকরা আমাকে সাহায্য করেছেন।”
মাধ্যমিকের এহেন ফলাফলের জন্য, গৃহ শিক্ষকদের পাশাপশি, অর্ঘদীপ ধন্যবাদ জানিয়েছে তার স্কুলের শিক্ষকদেরও। অন্যদিকে ছেলের সাফল্যে, চোখে আনন্দ অশ্রু অর্ঘদীপের বাবার। আপ্লুত তার মা-ও। পাশাপাশি, অর্ঘদীপের এই সাফল্যে খুশি স্থানীয় মানুষজনও।
প্রসঙ্গত, ২০২৪ মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় পূর্ব বর্ধমানের একাধিক পরীক্ষার্থী। প্রথম দশে জায়গা করে নিয়েছে পূর্ব বর্ধমান জেলার ৭ জন। পঞ্চম স্থানে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের অর্ঘদীপ বসাক।
এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পরীক্ষার ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ পর্ষদের। আজ সকাল ৯ টায়, পর্ষদের তরফে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে।
বনোয়ারীলাল চৌধুরী