১০ টাকার ২০ লিটার পানীয় জল

Purulia News : মাত্র ১০-টাকার বিনিময়ে পরিশুদ্ধ পানীয় জল পাওয়া যাচ্ছে পুরুলিয়ায় 

পুরুলিয়া : মানুষের জীবনের অপরিহার্য উপাদান জল। জলের কোনও বিকল্প হয় না। যে-কোনও রোগ ব্যাধি বহন হয় জলের মাধ্যমেও। তাই পরিশুদ্ধ পানীয় জল ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। জেলা পুরুলিয়া বিভিন্ন জায়গাতে কুড়ি লিটারের পরিশুদ্ধ পানীয় জল পাওয়া যায়। কিন্তু তাদের মধ্যে নজর কেড়েছে ঝালদার একটি পরিবার।

বহু বছর থেকে তারা জলের ব্যবসা করলেও এই প্রথমবার মানুষের দরজায় দরজায় তারা পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিচ্ছে তাও আবার মাত্র ১০ টাকার বিনিময়ে। রীতিমত পরিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্কার নিয়ে তারা হাজির হচ্ছেন শহরবাসীর দুয়ারে দুয়ারে। শুনতে অবাক লাগলেও বাস্তবে এই কাজই করে দেখিয়েছে ঝালদার এই পরিবার। ‌পরিস্রুত পানীয় জল আরও বেশি করে করে শহরবাসীর কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ তাদের।

আরও পড়ুন : পরিবেশবান্ধব আতশবাজি মিলছে সবথেকে সস্তায়! কোথায় পাবেন? জেনে নিন

এ বিষয়ে জল বিক্রেতা সুকুমার পান্ডে বলেন , জল অপরিহার্য সকলের জীবনে। অনেক সময়তেই পরিশুদ্ধ পানীয় জলের অভাবে নানান রোগ জ্বালার শিকার হতে হয় মানুষকে। তাই সকলেই যাতে একেবারে কম মূল্যে পরিশুদ্ধ পানীয় জল পান সেই কারণেই তাদের এই উদ্যোগ। দশ টাকা নেওয়ার কারণ স্টাফেদের পেমেন্ট ও গাড়ির তেল খরচ টুকু। মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়েই তারা এই কাজে নেমেছে। সকলের যথেষ্ট সারাও পেয়েছেন। আগামী দিনেও তারা এই কাজ চালিয়ে যাবেন।

আরও পড়ুন : মদ খেয়ে ঢুকলেই বেদম মার! পুরুলিয়ার এই গ্রামে যে আরও কী ঘটে…! জানলে আঁতকে উঠবেন

জেলা পুরুলিয়ায় জলের সমস্যা বরাবরের। তার ওপর আবার পরিশুদ্ধ পানীয় জল কিনতে ৩০ থেকে ৪০ টাকা খরচ করতে হয় জেলার মানুষকে। সেই জায়গায় দাঁড়িয়ে ঝালদায় মাত্র ১০ টাকার বিনিময় ২০ লিটার পরিশুদ্ধ পানীয় জল পাওয়া যাচ্ছে। যা রীতিমত সাড়া ফেলে দিয়েছে ঝালদা শহরে। এটা শহরবাসীরাও অনেকটাই উপকৃত হচ্ছে।

শর্মিষ্ঠা ব্যানার্জি