উত্তর ২৪ পরগণা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণবঙ্গ, হাওড়া, হুগলি Cyclone Dana Update: কলকাতায় কত থাকবে ঝড়ের গতি? দানার কেমন প্রভাব পড়বে পাশের জেলাগুলিতে? বিরাট আপডেট Gallery October 23, 2024 Bangla Digital Desk বর্তমানে সাগর থেকে ৬০০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। প্রতীকী ছবি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় দানা। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে কোথাও আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর। প্রতীকী ছবি। ইতিমধ্যেই ঝড়ের প্রভাব থেকে বাঁচাতে উপকূলের বহু বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে নিরাপদ স্থানে। ঝড়ের প্রভাব উপকূলে বেশি পড়লেও কলকাতা এবং পাশের জেলাগুলিতে কেমন প্রভাব পড়বে তা নিয়েই চিন্তিত প্রশাসন। প্রতীকী ছবি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর কলকাতায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রতীকী ছবি। কলকাতার পাশের জেলাগুলির মধ্যে হাওড়া এবং হুগলি জেলায় ৬০ থেকে ৭০, সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর। প্রতীকী ছবি।