দেশলাই কাঠি দিয়ে তৈরি কবিগুরু! মালা তৈরি হয়েছে...অন‍্যরকম রবিবরণ! চমকে দিলেন শিল্পী

Rabindranath Tagore: দেশলাই কাঠি দিয়ে তৈরি কবিগুরু! মালা তৈরি হয়েছে…অন‍্যরকম রবিবরণ! চমকে দিলেন শিল্পী

মালদহ: দেশলাইয়ের কাঠি দিয়ে তৈরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। কলমের ঢাকনা দিয়ে তৈরি মালা দিয়ে বরণ করা হয়েছে কবিগুরুকে। এক অসাধারণ চিত্র কলা শিল্পীর ভাবনায়। এমনটাই দেখা মিলল রবীন্দ্র মেলায়।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শুধুমাত্র যে রবীন্দ্রনাথের নাচ গান দিয়েই তার প্রতি সম্মাননা জ্ঞাপন করা যায় তা নয়, তার ব্যতিক্রমী কিছু করে দেখাল পুরাতন মালদহের একটি লাইব্রেরী কর্তৃপক্ষ। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাম দেওয়া হয়েছিল ‘রবীন্দ্রনাথ’।

আরও পড়ুন: ছোট্ট ছোট্ট দানা ক‍্যালসিয়ামের ভাণ্ডার! হাড় মজবুতের সঙ্গেই নিয়ন্ত্রণে ডায়াবেটিস? ধারে কাছে ঘেঁষবে না কোলেস্টেরল

রবীন্দ্র নৃত্য থেকে গানের আসর তো বসেছিলই পাশাপাশি ছিল রবীন্দ্রনাথ কেন্দ্রিক নানান সামগ্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের নানান সংগ্রহশালা নিয়ে হাজির হয়েছে পুরাতন মালদহের বাণী ভবন টাউন লাইব্রেরী। ১৭-১৮ মে এই রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে লাইব্রেরী কর্তৃপক্ষের উদ্যোগে। কি নেই এই রবীন্দ্র মেলায়।

রবীন্দ্রনাথ ঠাকুরের একগুচ্ছ লেখনি সামগ্রী থেকে পত্র-পত্রিকায় প্রকাশিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক লেখা। বিভিন্ন বয়সের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। এছাড়াও এখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের গলায় গাওয়া গানের রেকর্ডিং, ক্যাসেট, গ্রামফোন সহ বিভিন্ন সামগ্রী।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া কয়েন-সহ সব থেকে ছোট গীতাঞ্জলি। গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা বলেন, এই প্রথম মালদহে রবীন্দ্র মেলার আয়োজন করা হল। তবে এই রবীন্দ্র মেলায় সব থেকে বেশি আকর্ষণীয় দেশলাইয়ের কাঠি দিয়ে তৈরি কবিগুরুর প্রতিকৃতি। যা ছোট বড় সকলকেই মুগ্ধ করেছে। কচিকাঁচা থেকে বড় প্রায় সমস্ত বয়সের মানুষ এখানে ভিড় করেন।

হরষিত সিংহ