পুরুলিয়ায় মোদী-মমতা

Purulia News: একই দিনে আসছেন মোদি-মমতা, পুরুলিয়ায় তুঙ্গে ভোটের পারদ

পুরুলিয়া : লোকসভা নির্বাচন চলছে সর্বত্র। সম্পন্ন হয়েছে চতুর্থ দফা নির্বাচন। দফায় দফায় নির্বাচনের মধ্যেই জেলা সফরে আসছেন হেবি ওয়েট নেতা-মন্ত্রীরা। জঙ্গলমহল পুরুলিয়াও তার ব্যতিক্রম নয়। আগামী ২৫মে পুরুলিয়ায় লোকসভা নির্বাচন।

তার আগে নেতা-কর্মীদের মনোবল বাড়াতে জেলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯ মে পুরুলিয়ায় জনসভা করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা পুরুলিয়া বিধানসভার অন্তর্গত গ্যাঙাড়া হাই স্কুল সংলগ্ন মাঠে হবে এই জনসভা। আবার এই একই দিনে পুরুলিয়ায় শহরে রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল থেকে শুরু হবে এই মিছিল। শহরের হাসপাতাল মোড়ে মিছিলে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষ হবে ভগৎ সিং মোড়ে।

আরও পড়ুন: ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই ইডি, সিবিআই নিয়ে বড় সিদ্ধান্ত! কী ঘোষণা মমতার?

পুরুলিয়া জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের লোকসভায় রায়বাঘিনী মাঠের জনসভা থেকেই বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে ২ লাখের বেশি লিড এনে দিয়েছিলেন মোদি। ২০২১-র বিধানসভায় অবশ্য তিনি জনসভা করেছিলেন ভাঙরায়। স্বাভাবিকভাবেই রায়বাঘিনী বিজেপির কাছে পয়া মাঠ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট প্রচারে পুরুলিয়ায় আসতে পারেন বলে জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে। তবে তাদের কর্মসূচির বিষয়ে কোনওবার্তা এখনও বঙ্গ বিজেপি থেকে আসেনি। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা চূড়ান্ত।

১৯ মে সকাল দশটা নাগাদ প্রধানমন্ত্রী পুরুলিয়ায় জনসভা করবেন। এ ছাড়া অন্যান্য তারকারাও প্রচারে আসতে পারেন। জ্যোতির্ময় সিং মাহাতোর প্রচারে। আসতে পারেন মিঠুন চক্রবর্তীও।অন্যদিকে পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সূচি চূড়ান্ত হয়েছে। এছাড়া রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও একাধিক তারকা প্রচারে আসতে পারেন। যদিও তা এখনও চূড়ান্ত হয়নি। আগামী দিনে দলীয় নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ২৫ মে পুরুলিয়ায় লোকসভা নির্বাচন। ষষ্ঠ দফা নির্বাচন হবে এই দিন। ‌ একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সর্বত্র। এরই মাঝে একই দিনে পুরুলিয়া জেলায় মোদি ও মমতা। রীতিমতো উৎফুল্ল জেলার মানুষ।

শর্মিষ্ঠা ব্যানার্জি