প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়।

Rachana Banerjee: চাঁদিফাটা গরমে প্রচার! কী খাচ্ছেন? কীভাবে যত্ন নিচ্ছেন নিজের? সিক্রেট জানালেন রচনা বন্দ্যোপাধ্যায়

হুগলি: তীব্র গরম, চাদি ফাটা রোদের মধ্যে তাপমাত্রার পারদ আরও চলছে রাজনৈতিক প্রচারে। লোকসভা নির্বাচনের আগে প্রচারের অভিনবত্বতে টেক্কা দিচ্ছেন একে অপরকে। কারণ হুগলি লোকসভা কেন্দ্রে লড়াইটা এ বার যথেষ্ট টক্করের। টলিপাড়ার দুই তারকা অভিনেত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী। তীব্র গরম থেকে বাঁচতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দোপাধ্যায়।

তীব্র দাবদাহ থেকে বাঁচতে এ বার আর হুড খোলা গাড়ি নয়। ছাউনি দেওয়া গাড়ি করে প্রচার করছেন রচনা। প্রচারের মাঝে মাঝে বার বার জল খাচ্ছেন, কখনও খাচ্ছেন ডাব। এ দিনের প্রচারে তাঁকে সাদা রঙের হালকা চুরিদার পরে থাকতে দেখা যায়। বেলা যত বাড়তে থাকে, তত তীব্র গরম হতে থাকে পরিবেশ। তবে গরমকে উপেক্ষা করে প্রতি এলাকায় মহিলাদের ঢল নামতে দেখা যায়। ফুলের তোড়া থেকে লক্ষ্মীর ভাণ্ডার উপহার দেন মহিলারা।

আরও পড়ুনঃ অ‍্যাকাউন্টে অ‍্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০-১২০০ টাকা! আপনি পেলেন কি? এখুনি চেক করুন এই পদ্ধতিতে

এ দিন সাংবাদিকদের তিনি বলেন, এই গরমে কীভাবে নিজেকে ফিট রেখেছেন এবং নিজের যত্ন কীভাবে নিচ্ছেন? রচনা বলেন, প্রচুর জল খাচ্ছি, ছাঁচ খাচ্ছি, লস্যি খাচ্ছি। যে সব গাড়ি নিয়ে যাচ্ছি, সেগুলোই ছাউনি করে নিচ্ছি, কারণ টানা রোদে থাকা যাচ্ছে না। অনেকে প্রচার করছেন বিকেলে, তবে আমি সকালে ছাউনি দেওয়া গাড়ি ব্যবহার করছি, আর বিকেলে হুড খোলা গাড়ি ব্যবহার করছি।

আরও পড়ুনঃ লক্ষ-লক্ষ পড়ুয়াদের জন্য বিরাট খবর! গরমের ছুটির আগে ফের স্কুল-কলেজে ছুটি ঘোষণা, রইল তালিকা

তিনি আরও বলেন, আগে ভেবেছিলাম রাজনীতিতে এসে হয়তো আর সেভাবে মেকআপ করতে হবে না। মেকআপ ছাড়াই থাকব। কারণ সিনেমায় কাজ করার জন্য সারাজীবন মেকআপ করে এসেছি, ভেবেছিলাম আর করতে হবে না। তবে গরমের জন্য একটু মেকআপ করতে হচ্ছে। তাই শুধু একটু সানস্ক্রিন ব্যবহার করছি। রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায়, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মতো নানা পরীক্ষা দিয়ে এসেছেন। তবে কুড়ি তারিখের নির্বাচনী পরীক্ষা তার থেকেও অনেক কঠিন। তবে সে নির্বাচনী পরীক্ষার জন্য প্রিপারেশনও চলছে জোর কদমে।

রাহী হালদার