সংসদে শিক্ষামন্ত্রী বনাম রাহুল৷

NEET row in parliament: প্রশ্নফাঁস হয়নি, দাবি শিক্ষামন্ত্রীর! শুনেই আক্রমণে রাহুল, নিট নিয়ে সরগরম সংসদ

নয়াদিল্লি: নিট কাণ্ডে প্রশ্ন ফাঁসের অভিযোগে উত্তাল হয়েছে গোটা দেশ৷ সুপ্রিম কোর্টে আজ আবার এই মামলার শুনানি শুরু হয়েছে৷ যদিও সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করলেন, নিট কাণ্ডের প্রশ্ন ফাঁসের কোনও কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি৷

যদিও কেন্দ্রীয় মন্ত্রীর এই দাবি নিয়ে সংসদে দাঁড়িয়েই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ কটাক্ষের সুরে তিনি বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী নিজেই জানেন না তিনি কী বলছেন!

আরও পড়ুন: রাজনীতির লড়াই ছেড়ে দেশের জন্য এক হওয়ার ডাক, মোদির পরামর্শ শুনবেন বিরোধীরা?

বিরোধীদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ দিন বলেন, ‘আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, গত সাত বছরে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনও প্রমাণ পাওয়া যায়নি৷ এই মামলা সুপ্রিম কোর্টে চলছে৷ প্রধান বিচারপতি নিজে এই মামলার বিচার করছেন৷ সুপ্রিম কোর্টের সামনে সমস্ত প্রশ্নের জবাব দেওয়া হয়েছে৷ এনটিএ গঠনের পর ২৪০টি পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনও বেনিয়মের অভিযোগ ওঠেনি৷’

শিক্ষামন্ত্রীর এই দাবি শুনেই বিরোধী শিবির থেকে তুমুল হই হট্টগোল শুরু হয়৷ পাল্টা শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি তোলেন তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ বি মণিকম টেগোর শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি তোলেন৷ তখন শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি এখানে আমার প্রধানমন্ত্রীর অনুগ্রহে রয়েছে৷ যদি দায়িত্ব নেওয়ার প্রশ্ন ওঠে, তাহলে গোটা সরকারই জবাবদিহি করতে বাধ্য৷ একমাত্র বিহারের পটনার একটি পরীক্ষাকেন্দ্রে বেনিয়মের অভিযোগ উঠেছে৷ সিবিআই এবং বিহার পুলিশ তৎপরতার সঙ্গে সেই অভিযোগের বিচার করছেন৷’

এর পরই রাহুল গান্ধি বলেন, ‘যা চলছে তা নিয়ে গোটা দেশের লক্ষ লক্ষ পড়ুয়া উদ্বিগ্ন এবং তারা বুঝে গিয়েছেন যে ভারতীয় পরীক্ষা ব্যবস্থা আসলে এক ধরনের প্রতারণা৷ মানুষ এটাও বিশ্বাস করতে শুরু করেছেন যে আপনি যদি ধনী হন এবং আপনার কাছে টাকা থাকে, তাহলে আপনি ভারতীয় পরীক্ষা ব্যবস্থাকে কিনে নিতে পারেন৷ আমরা বিরোধীরাও তাই বিশ্বাস করি৷ এটা যদি পরীক্ষা ব্যবস্থারই গলদ হয় তাহলে এই সমস্যা দূর করতে পরীক্ষা ব্যবস্থায় আপনারা কী বদল আনছেন?’

এর জবাবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘চিৎকার করলেই মিথ্যেটা সত্যি হয় না৷ বিরোধী দলনেতা গোটা দেশের পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁর এই মন্তব্য দুর্ভাগ্যজনক৷’ ২০১০ সালে ইউপিএ সরকারের আমলে কেন শিক্ষা ব্যবস্থায় সংশোধন সংক্রান্ত বিল এনেও কংগ্রেস তা প্রত্যাহার করেছিল, সেই প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী৷

ধর্মেন্দ্র প্রধানের এই জবাব শুনে রাহুল পাল্টা বলেন, গোটা দেশের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের পরীক্ষা ব্যবস্থায় বড়সড় গলদ রয়েছে৷ শুধু নিট নয়, সব বড় পরীক্ষার ক্ষেত্রেই তা প্রযোজ্য৷ শিক্ষামন্ত্রী এর জন্য নিজেকে বাদ দিয়ে সবাইকে দায়ী করেছেন৷ আমার মনে হয়, এখানে কী নিয়ে আলোচনা চলছে সেটাই উনি বুঝতে পারছেন না৷

একা রাহুল গান্ধি নন, শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও৷ কটাক্ষের সুরে তিনি বলেন, এমন উদাহরণও রয়েছে যেখানে নিট পরীক্ষার একটি কেন্দ্র থেকেই দু হাজার পরীক্ষার্থী পাস করেছেন৷ যতদিন এই শিক্ষামন্ত্রী পদে থাকবেন, ছাত্রছাত্রীরা বিচার পাবেন না৷