রাজ কুমার 

North Dinajpur News: মাথায় হেলমেট, গোপ্রো! পায়ে হেঁটেই অ‌যোধ্যার রাম মন্দির রওনা রায়গঞ্জের রাজকুমারের

উত্তর দিনাজপুর: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তাকে ঘিরে সারা দেশজুড়ে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্ত রাম মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করে দিয়েছে। নানাভাবে মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে চাইছে আট থেকে আশি সকলে।

কেউ সাইকেল চালিয়ে, কেউবা গাড়ি নিয়ে অযোধ্যায় গিয়ে সামনাসামনি এই গোটা বিষয়টির সাক্ষী থাকতে চান। আর সেই লক্ষ্যেই পায়ে হেঁটে অযোধ্যা রওনা হয়েছেন রায়গঞ্জ ব্লকের কান্তর গ্রামের বাসিন্দা রাজকুমার মাহাতো। রায়গঞ্জ স্টেশন চত্বর থেকে হাঁটা পথে অযোধ্যার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।পেশায় ক্যারাটে শিক্ষক রাজকুমার এর আগেও বিভিন্ন সামাজিক বার্তা নিয়ে পদযাত্রা করেছেন।

আরও পড়ুন:রাস্তায় সাদা-হলুদ নানা-রকম দাগ কেন কাটা থাকে জানেন? এই সংকেত জেনে তবে গাড়ি চালান

এবার তিনি খুব কম সময় অযোধ্যা রওনা দিয়েছেন। রাজকুমার মাহাতো জানিয়েছেন, পায়ে হেঁটে ‌যাওয়ার সময় মহিলাদের সেল্ফ ডিফেন্সের বার্তা দিচ্ছেন। যাতে প্রতিকুল পরিস্থিতিতে নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেই নিতে পারে মেয়েরা। পায়ে হেঁটে অযোধ্যা যাওয়ার পথে এবার এই বার্তাই সাধারণ মানুষকে দিচ্ছেন রাজকুমার মাহাতো।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পিয়া গুপ্তা