শিয়ালদহের যাত্রীদের জন্য সুখবর

Rail: শিয়ালদহের নিত্যযাত্রীদের জন্য বিরাট খবর! আর ভিড়ের চিন্তা নেই, বড় ঘোষণা রেলমন্ত্রীর

কলকাতা: পশ্চিমবঙ্গের একাধিক রেল প্রকল্পের উদ্বোধনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখান থেকেই তিনি শিয়ালদহ স্টেশন সহ একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করলেন। বুধবার থেকে শিয়ালদহ স্টেশনের সব লোকাল ট্রেন এবার থেকে ১২ বগির। তার জন্য স্টেশনের দৈর্ঘ্য বাড়ানো, নতুন রেক আনানো সহ সব কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানান রেলমন্ত্রী। বলেন, ”শিয়ালদহ স্টেশনের ক্যাপাসিটি বাড়ানোর আবেদন ছিল। তাই প্ল্যাটফর্ম দৈর্ঘ্য ও কোচের বগির সংখ্যা বাড়ানো হল। এছাড়া রক্ষণাবেক্ষণের কাজে দ্রুত গতিতে কাজ হল।”

রেলমন্ত্রীর অভিযোগ, ”আগের জমানায় কী ভাবে কাজ হত, আপনারা নিশ্চয়ই দেখেছেন৷ এখন কাজের গতি বেড়েছে৷ প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন বাংলা যা চাইছে তাই দেওয়া হবে। তাই রেলের যা চাহিদা ছিল, তা মেটানো হচ্ছে।”

আরও পড়ুন: ছাত্র মৃত্যুর পর ৫ ঘণ্টা, কোথায় কাউন্সিলর? রণক্ষেত্র বাঁশদ্রোণী, পুলিশ জনতা হাতাহাতি

রেলমন্ত্রীর সংযোজন, ”কলকাতা মেট্রো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। ২০১৪ সালের আগে কাজ অত্যন্ত শ্লথ গতিতে হয়েছে৷ ২০১৪ সাল অবধি মাত্র ২৮ কিমি মেট্রোর কাজ হয়েছিল। সেটাও ৪০ বছর ধরে। আর ২০১৪ থেকে ২০২৪ মধ্যে ৩৮ কিমি নতুন কাজ হয়েছে। এটাই কেন্দ্রের কাজ করার কায়দা৷ যা চল্লিশ বছরে হয়নি৷ তাই মাত্র দশ বছরে হল। কেউ খালি ভাষণ দেয়। আর মোদিজি কাজ করে দেখায়।”

অশ্বিনী বৈষ্ণবের দাবি, ”রাজনীতির উপরে উঠে প্রধানমন্ত্রী বাংলায় ১৪৯৪১ কোটি টাকা রেল প্রকল্পে অর্থ দিয়েছেন৷ রাজনীতি করা সেই লোকেরা জানাক তারা কত টাকা আনত। তারা আনত ৪৩০০ কোটি টাকা। এটাই সবকা সাথ, সবকা বিকাশ। এটাই মোদিজির উন্নয়ন।”