কাদের ধরল আরপিএফ?

Rail: ৪৪ শিশু আর ৩ মহিলা-ট্রেনে কী করছিল ওরা? আরপিএফ যেতেই যা ঘটল, শুনে চমকে উঠবেন

শিলিগুড়ি: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর হাতে বিগত কয়েক দিনে ৪৪ জন অপ্রাপ্তবয়স্ক ও ৩ জন মহিলা উদ্ধার। ২০২৪-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৪৫৬ জন অপ্রাপ্তবয়স্ককে উদ্ধার করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন ট্রেন ও রেলওয়ে স্টেশনে ১৬ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত তল্লাশি অভিযানের সময় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ৪৪ জন অপ্রাপ্তবয়স্ক ও ৩ জন মহিলাকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয়।

২০২৪-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গভর্মেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং চাইল্ডলাইন/এনজিওর সহযোগিতায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী ৪৫৬ জন অপ্রাপ্তবয়স্ক ও ৪২ জন মহিলাকে উদ্ধার করেছিল। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উদ্ধার হওয়া শিশু ও মহিলাদের সংশ্লিষ্ট চাইল্ডলাইন, এনজিও এবং জিআরপির হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি এই সময়সীমার মধ্যে মোট ৮ জন মানব পাচারকারী গ্রেফতার হয়।

আরও পড়ুন: সঞ্জয় ছিল তাঁর ‘ঘনিষ্ঠ’, বারবার সিবিআই জিজ্ঞাসাবাদ, সেই এএসআই অনুপ দত্তকে নিয়ে বিরাট পদক্ষেপ লালবাজারের

গত ১৬ অগাস্ট একটি ঘটনায় কিষানগঞ্জ আরপিএফ টিম কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে তিন জন পলাতক অপ্রাপ্তবয়স্ক ছেলেকে উদ্ধার করে। ২৪ অগাস্ট ডিব্রুগড়ের আরপিএফ টিম ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে চার জন পলাতক অপ্রাপ্তবয়স্ক ছেলেকে উদ্ধার করে। পরে নিরাপদ আশ্রয়ের জন্য উদ্ধার হওয়া অপ্রাপ্তবয়স্কদের যথাক্রমে কিষানগঞ্জ ও ডিব্রুগড় চাইল্ড হেল্প লাইনের হাতে তুলে দেওয়া হয়।

আরপিএফ যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাওয়া, মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের উপর কড়া নজরদারি রাখার পাশাপাশি উপযুক্ত অভিভাবক ছাড়া শিশুর সন্দেহজনক চলাচল, একা ভ্রমণ করা ইত্যাদি বিষয়ের উপরেও সতর্ক দৃষ্টি রেখে চলেছে রেল। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, সমস্ত রেল স্টেশন ও একাধিক ট্রেনে রেল রক্ষী বাহিনীর তরফে লাগাতার অভিযান চালানো হচ্ছে। ফলে অপরাধীদের গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার করাও সম্ভব হচ্ছে নারী-শিশুদের।