দক্ষিণবঙ্গে রবিবার থেকে বুধবার অর্থাৎ ১৮ থেকে ২১ আগস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই সময়ে বৃষ্টির পরিমাণও বেশি থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

Rainfall Alert IMD: বঙ্গোপসাগরে নিম্নচাপ! জেলায় জেলায় তোলপাড়! বৃষ্টি আর কতদিন? বড় খবর দিল আলিপুর

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টায় এই এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগোবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে।