cyclone remal

Cyclone Remal at Bankura: ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়বৃষ্টি শুরু হল বাঁকুড়ার বিভিন্ন জায়গায়

বাঁকুড়া: ঘুর্ণিঝড় রিমেলের প্রভাব পড়তে শুরু করেছে একাধিক জেলায়। রিমল নিয়ে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের ৬ জেলায় লাল সতর্কতা জারি করলেও প্রভাব পড়তে শুরু করেছে অন্যান্য জেলাতেও।

ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়ায়। দুপুর থেকেই এই জেলার বিভিন্ন জায়গায় ঘনিয়েছিল মেঘ, মাঝে মধ্যেই পড়ছিল ঝিরঝির করে বৃষ্টি। বাঁকুড়া জেলার জঙ্গলমহলে সন্ধে ছ’টা নাগাদ অন্ধকার নেমে আসে। তার পরেই হঠাৎ করেই নেমে আসে ঝমঝমিয়ে বৃষ্টি। এছাড়াও বাঁকুড়া জেলার সারেঙ্গা, রাইপুর, রানিবাঁধ, খাতড়া-সহ বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে রিমলের প্রভাবে, সঙ্গে শুরু হয়েছে ঝোড়ো হাওয়াও।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ ধেয়ে আসছে রিমল, শিয়ালদহ ডিভিশনে হেল্পলাইন নম্বর চালু করল রেল

যদিও বাঁকুড়ায় ঘূর্ণিঝড়ের জেরে ঝড়বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। নিউজ১৮ বাংলার প্রতিনিধি প্রিয়ব্রত গোস্বামী জানিয়েছেন, পূর্বাভাস মতোই শুরু হল বৃষ্টি। প্রসঙ্গত, ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশ লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা জেলার হ্যামিল্টন আইল্যান্ড, কুমিরমারি, যোগেশগঞ্জ, গোসাবা, হিঙ্গলগঞ্জ এলাকায় ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে। ঝড়খালি ও মরিচঝাঁপিতেও প্রভাব পড়তে পারে বেশি। এরপর বসিরহাট হাসনাবাদ ও বনগাঁতেও প্রভাব থাকবে।

রিমল নিয়ে রাজ্যের ৬ জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। জেলাগুলির মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলি। এই ছয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।