বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে বড় উদ্যোগ রেলের!

Kazi Nazrul Islam: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে বড় উদ্যোগ রেলের!

বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশাল আয়োজন কবির জন্মভিটাতে। আসানসোলের নজরুল তীর্থ চুরুলিয়ায় কবির জন্মদিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করা হয়েছে। যদিও এই মেলা চলতি বছরে ৪৪ তম বর্ষে পা রেখেছে। কিন্তু কবির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের জাঁকজমক বেড়েছে অনেকটা।

অন্যদিকে নজরুল প্রেমীদের জন্য বড় সুখবর দিয়েছে রেল। কবির প্রতি শ্রদ্ধা জানাতে পূর্ব রেলের পক্ষ থেকে বড় পদক্ষেপ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে ইতিমধ্যে পরিকল্পনা চাওয়া হয়েছে। যে পরিকল্পনার বাস্তবায়ন হলে তা কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জানানোর একটি মাইলফলক হয়ে থাকবে। বড় উপহার হবে নজরুল প্রেমীদের জন্য।