বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

Sayantika Banerjee: শপথ নিয়ে অনড় রাজ ভবন, ফের চিঠি সায়ন্তিকাদের! অনুরোধের সুরে এল হুঁশিয়ারি?

কলকাতা: সদ্য নির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে জটিলতা অব্যাহত৷ রাজ ভবনের পক্ষ থেকে এ দিন ফের ২৬ জুন শপথ নিতে আসার জন্য দুই বিধায়ককে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে৷ বরং শপথ না নিলে বিধায়ক পদ খারিজ হয়ে যেতে পারে বলেও চিঠিতে সংবিধানের ধারা উল্লেখ করে সতর্ক করা হয়েছে৷

রাজ ভবনের পক্ষ থেকে এই চিঠি পাওয়ার পর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন বরানগর এবং ভগবানগোলার দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার৷ যদিও শপথ বাক্য কে পাঠ করাবেন, রাজ ভবনের চিঠিতে তার উল্লেখ নেই৷

আরও পড়ুন:  স্পিকার নির্বাচনে কাকে সমর্থন, তৃণমূলের অবস্থানে ধোঁয়াশা! সংসদে রাহুল-অভিষেক কথা

গত ৪ জুন লোকসভা ভোটের সঙ্গেই বরানগর এবং ভগবানগোলা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়৷ কিন্তু তার পরে দু সপ্তাহের বেশি কেটে গেলেও এখনও শপথ নিতে পারেননি দুই তৃণমূল বিধায়ক৷ সাধারণত, নতুন বিধায়কদের শপথগ্রহণ বিধানসভায় করাটাই রীতি৷

বিধানসভা সূত্রে খবর, এবার পরিষদীয় দফতরের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই রাজভবনের পক্ষ থেকে শপথ গ্রহণের চিঠি পাঠানো হয় নবনির্বাচিত দুই বিধায়ককে৷ সেই চিঠিতে জানানো হয়, আগামী ২৬ জুন দুই বিধায়য়ককে রাজ ভবনে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ সায়ন্তিকা আগেই এই চিঠি পেয়েছিলেন৷ সোমবার এই চিঠি পান ভগবানগোলার বিধায়ক রেয়াতও৷ গতকালই শপথ গ্রহণ অনুষ্ঠান বিধানসভায় করানোর জন্য রাজ্যপালকে আর্জি জানিয়ে চিঠি দিয়েছিলেন সায়ন্তিকা৷

যদিও শপথ গ্রহণের বিষয়ে অনড় রাজ ভবন৷ এ দিন যে চিঠি দুই বিধায়ককে পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জয়ের পর বিধায়ক নির্মলচন্দ্র রায় রাজ ভবনে শপথ নিয়েছিলেন৷ নতুন জয়ী দুই বিধায়কও যেন আগামী ২৬ জুন শপথ নিতে বিধানসভাতেই আসেন৷ শেষ পর্যন্ত শপথ জট কাটে নাকি বিষয়টি নিয়ে শাসক দলের সঙ্গে রাজ ভবনের সংঘাত আরও তীব্র হয়, সেটাই দেখার৷