Tag Archives: Sayantika Banerjee oath

Oath Taking Ceremony: অবশেষে কাটল শপথ জট! নিজেই পিছিয়ে এলেন রাজ্যপাল! সায়ন্তিকা-রেয়াতকে শপথ বাক‍্য পাঠ করাবেন কে?

কলকাতা: অবশেষে কাটল সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায় এবং রেয়াত হোসেনের শপথ জটিলতা। নিজের সিদ্ধান্ত থেকেই পিছিয়ে এলেন রাজ্যপাল। বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলেন শপথ বাক্য পাঠ করানোর জন্য।

সূত্রের খবর অনুযায়ী, গত ২রা জুলাই দিল্লিতে বসেই রাজ্যপাল এই সিদ্ধান্ত নিয়েছেন। নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের তরফে বারবার অনুরোধ আসায় ডেপুটি স্পিকারকে এই দায়িত্ব দিলেন রাজ্যপাল।

আরও পড়ুন: প‍্যারা টিচার এবং চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন‍্য সুখবর! বিরাট অঙ্ক বাড়িয়ে দেওয়া এককালীন অবসর ভাতার পরিমাণ, কত লক্ষ টাকা পাবেন? জেনে নিন

বরানগরের নির্বাচিত তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার নির্বাচিত প্রতিনিধি রেয়াত হোসেন সরকারের বিধায়ক পদে শপথগ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপড়েন অব্যাহত৷ দুই বিধায়কের রাজভবনে শপথগ্রহণের কথা জানিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ কিন্তু, তাতে রাজি হননি সায়ন্তিকারা৷

আরও পড়ুন: অনুমতি মাত্র ৮০ হাজারের, সত্‍সঙ্গে যায় কত লক্ষ? হাথরস কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! গ্রেফতার ৬, এখনও পলাতক ‘ভোলে বাবার মুখ্য সেবাদার’!

তাঁরা বিধানসভায় শপথগ্রহণ করানোরই দাবি জানিয়ে আসছিলেন৷ অম্বেদকরের মূর্তির নীচে দেখাচ্ছিলেন বিক্ষোভও৷ এমনকি, বিধানসভার স্পিকারকে শপথগ্রহণ করানোর ক্ষমতা দেওয়ার আর্জিও জানানো হয়েছিল তাঁদের তরফে৷

শপথ জটিলতা কি আজ মিটবে? আজ ফের ধর্নায় বসতে চলেছেন রায়াত-সায়ন্তিকারা

আবীর ঘোষাল, কলকাতা: শপথ জটিলতা কি আজ মিটবে? প্রশ্ন এখন সেটাই ৷ অন্যদিকে রাজ্যপাল আজ, সোমবার বিকেল তিনটের মধ্যে শপথ গ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানালে, ‘আনটোল্ড স্টোরি’ প্রকাশ করা হবে বলে আগেই জানিয়েছেন কুণাল ঘোষ ৷ ফলে নজিরবিহীন ঘটনা কার্যত ঘটতে চলেছে এই শপথ জটিলতা ঘিরে ৷ দুই নব নির্বাচিত বিধায়কের শপথ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত তীব্র হচ্ছে।

রাজ্যপাল সিভি আনন্দ বোস ইচ্ছাকৃত ভাবে শপথগ্রহণ ফেলে রাখছেন বলে অভিযোগ শাসক দলের। রাজ্যপালের বিরুদ্ধে তাই বিধানসভার সিঁড়িতে ধর্নায় বসেছেন উপবির্বাচনে জয়ী তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার। কিন্তু রাজ্যপালের অপেক্ষায় সায়ন্তিকা এবং রায়াত যখন বিধানসভার সিঁড়িতে বসে, সেই সময় রাজ্যপাল রওনা দিয়েছিলেন দিল্লির উদ্দেশে। এরপর রাষ্ট্রপতি, স্বরাষ্ট্র মন্ত্রী, আইন মন্ত্রী, অর্থ মন্ত্রী, উপরাষ্ট্রপতি সকলের সাথে দেখা করেছেন তিনি।গত ৪ জুন বরাহনগর এবং ভগবানগোলা উপনির্বাচনের ফল ঘোষণা হয়, যাতে সায়ন্তিকা এবং রেয়াত জয়ী হন। কিন্তু তার পর একমাস কাটতে চললেও, এখনও বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি সায়ন্তিকা এবং রায়াত। সেই নিয়ে বিস্তর চিঠি চালাচালিও হয়েছে।

আরও পড়ুন– উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি ! দক্ষিণে সোম-মঙ্গল কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ

রাজ্যপাল সায়ন্তিকা এবং রেয়াতকে রাজভবনে এসে শপথ নিতে বলেছেন। কিন্তু বিধায়কদের বিধানসভাতেই শপথ নেওয়া দস্তুর যেখানে, কেন তাঁরা রাজভবনে শপথ নেবেন, প্রশ্ন তুলেছে তৃণমূল সরকার। রাজ্যপাল চাইলে বিধানসভায় এসে সায়ন্তিকা এবং রায়াতকে শপথবাক্য পাঠ করাতে পারেন বলেও জানানো হয়। সায়ন্তিকা এবং রেয়াত জানিয়েছেন, একমাস হতে চলল, এখনও শপথ নিতে পারেননি তাঁরা। মানুষকে যে কথা দিয়েছিলেন, তা রাখতে পারছেন না, কাজ করতে পারছেন না। তাই রাজ্যপাল যেন তাঁদের উপর দয়া করেন, আর্জি জানিয়েছেন।

আরও পড়ুন- অনলাইনে ডিরেক্ট ট্যাক্স কালেকশন শুরু বন্ধন ব্যাঙ্কের, জেনে নিন বিশদে

শপথের ক্ষেত্রে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি  শপথ বাক্য না পড়ালে, তাঁর মনোনীত কোনও ব্যক্তি পড়াতে পারেন। এই ধরনের ক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষের হাতেই তিনি দায়িত্ব তুলে দেন। এর দরুণ ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনেই শপথবাক্য পাঠ করিয়েছিলেন তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথ নিয়েও বিস্তর টানাপোড়েন চলে। তিনিও শেষ পর্যন্ত রাজভবনেই শপথ নিয়েছিলেন। যদিও রাজ্যের দাবি, বিধানসভা সাংবিধানিক রীতি মেনেই চলছে।

TMC MLA oath taking: কবে হবে নব নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ? এবার আন্দোলনে পথে নামছেন সায়ন্তিকা-রেয়াদ

কলকাতা: এবার পথে আন্দোলনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াদ হোসেন। তাহলে কি এবার শপথগ্রহণ ঘিরে সংঘাত কি আরও বাড়ছে? গত বুধবার প্রায় চার ঘন্টা বিধানসভার গাড়ি বারান্দায় অবস্থানে বসেছিলেন দুই নব নির্বাচিত বিধায়ক৷ তাঁদের দাবি ছিল, রাজ্যপাল বিধানসভায় তাঁদের শপথগ্রহণের ব্যবস্থা করুন। যদিও এ বিষয়ে রাজ্যপালের কাছ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি৷

সেই কারণে, আজ, বৃহস্পতিবার তাই রেড রোডে বি আর অম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসছেন বরানগর ও ভগবানগোলা থেকে জয়ী প্রতিনিধিরা৷ এমন ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথের দাবিতে অবস্থান করছেন তা কার্যত নজিরবিহীন ঘটনা।

আরও পড়ুন: শপথ নিয়ে রেয়াত-সায়ন্তিকার পাশেই স্পিকার বিমান, প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে যাওয়ার হুঁশিয়ারি

আরও পড়ুন: বুধবারও হচ্ছে না সায়ন্তিকা এবং রেয়াত হোসেনের শপথগ্রহণ, কবে হবে তা নিয়ে ধোঁয়াশা

দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় লোকসভার শপথগ্রহণ প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, “রাজ্যপালের উচিত ছিল পরিষদীয় রীতিনীতি মেনে চলা। প্রধানমন্ত্রী প্রোটেম স্পিকারের কাছে শপথ নিলেন। কিন্তু রাজ্যপালের কী অসুবিধা হল,  সেটা বুঝতে পারছি না।”

সেই সঙ্গে শপথগ্রহণ বিতর্ক নিয়ে প্রয়োজনে রাষ্ট্রপতির দ্বারস্থও হতে পারেন বলে জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Sayantika Banerjee: শপথ নিয়ে অনড় রাজ ভবন, ফের চিঠি সায়ন্তিকাদের! অনুরোধের সুরে এল হুঁশিয়ারি?

কলকাতা: সদ্য নির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে জটিলতা অব্যাহত৷ রাজ ভবনের পক্ষ থেকে এ দিন ফের ২৬ জুন শপথ নিতে আসার জন্য দুই বিধায়ককে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে৷ বরং শপথ না নিলে বিধায়ক পদ খারিজ হয়ে যেতে পারে বলেও চিঠিতে সংবিধানের ধারা উল্লেখ করে সতর্ক করা হয়েছে৷

রাজ ভবনের পক্ষ থেকে এই চিঠি পাওয়ার পর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন বরানগর এবং ভগবানগোলার দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার৷ যদিও শপথ বাক্য কে পাঠ করাবেন, রাজ ভবনের চিঠিতে তার উল্লেখ নেই৷

আরও পড়ুন:  স্পিকার নির্বাচনে কাকে সমর্থন, তৃণমূলের অবস্থানে ধোঁয়াশা! সংসদে রাহুল-অভিষেক কথা

গত ৪ জুন লোকসভা ভোটের সঙ্গেই বরানগর এবং ভগবানগোলা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়৷ কিন্তু তার পরে দু সপ্তাহের বেশি কেটে গেলেও এখনও শপথ নিতে পারেননি দুই তৃণমূল বিধায়ক৷ সাধারণত, নতুন বিধায়কদের শপথগ্রহণ বিধানসভায় করাটাই রীতি৷

বিধানসভা সূত্রে খবর, এবার পরিষদীয় দফতরের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই রাজভবনের পক্ষ থেকে শপথ গ্রহণের চিঠি পাঠানো হয় নবনির্বাচিত দুই বিধায়ককে৷ সেই চিঠিতে জানানো হয়, আগামী ২৬ জুন দুই বিধায়য়ককে রাজ ভবনে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ সায়ন্তিকা আগেই এই চিঠি পেয়েছিলেন৷ সোমবার এই চিঠি পান ভগবানগোলার বিধায়ক রেয়াতও৷ গতকালই শপথ গ্রহণ অনুষ্ঠান বিধানসভায় করানোর জন্য রাজ্যপালকে আর্জি জানিয়ে চিঠি দিয়েছিলেন সায়ন্তিকা৷

যদিও শপথ গ্রহণের বিষয়ে অনড় রাজ ভবন৷ এ দিন যে চিঠি দুই বিধায়ককে পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জয়ের পর বিধায়ক নির্মলচন্দ্র রায় রাজ ভবনে শপথ নিয়েছিলেন৷ নতুন জয়ী দুই বিধায়কও যেন আগামী ২৬ জুন শপথ নিতে বিধানসভাতেই আসেন৷ শেষ পর্যন্ত শপথ জট কাটে নাকি বিষয়টি নিয়ে শাসক দলের সঙ্গে রাজ ভবনের সংঘাত আরও তীব্র হয়, সেটাই দেখার৷