রাজ শেখর মান্থা

Independence Day 2024: মাতৃভাষাতেও আদালতে সওয়াল জবাব সম্ভব! স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মন্তব্য রাজ শেখর মান্থার

জলপাইগুড়ি: কোর্টে সাওয়াল জবাব করা সম্ভব মাতৃভাষাতেও! অবাক হচ্ছেন? ভাবছেন বড় বড়জায়গায় যেখানে শুধুই হিন্দি কিংবা ইংরেজির অবাধ বিচরণ, সেখানে নিজেদের মাতৃভাষাতে সওয়াল জবাব আদৌ সম্ভব? হ্যাঁ, জলপাইগুড়িতে অবস্থিত কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন খোদ বিচারকরাজশেখর মান্থা। এসেছি খালি হাত, যেতে হবে খালি হাত! আপনার পাশের জন সুখী থাকলেই আপনি সুখে থাকবেন, প্রাক্তণ রাষ্ট্রপতি বলেছিলেন।

একটি সুখী পরিবার তৈরি করে সুখী সমাজ আর সুখী সমাজ তৈরি করে সুখী দেশ, আর একটি সুখী দেশ সৃষ্টি করে সুখী বিশ্ব! আজ ৭৮ তম স্বাধীনতা দিবসের দিন ঠিক এমন ভাবেই জলপাইগুড়ি জেলাবাসীর উদ্দেশ্যে ইতিবাচক বক্তব্য রাখেন তিনি। এরই সঙ্গে তিনি জানান, এই সার্কিট বেঞ্চে, ইংরেজি ছাড়াও বাংলা, নেপালিতে কোর্টের সওয়াল জবাব হয়। তাঁর কথায়, একজন মানুষ যখন আদালতে নিজের মাতৃভাষায় নিজের ভেতরের যন্ত্রণা বলতে পারে তখন সেটি থেকে আসল বর্ণনা বেড়িয়ে আসে৷ তিনি আশা করেন, কোর্টে সকল মাতৃ ভাষায় কাজকর্ম শুরু হোক। তাহলেই বিচার পরিষেবা সমাজের সর্ব শেষ কোণ পর্যন্ত পৌঁছতে পারবে।

আরও পড়ুনঃ ঝুপ করে গঙ্গায় নামছে প্লেন? নদীবক্ষে আন্তর্জাতিক বিমান পরিষেবা! সাক্ষী বালি-দক্ষিণেশ্বর

নয়া প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যতে ক্যারিয়ার গড়তে অনুপ্রেরণা জোগাতে বিশেষ বক্তব্যের মধ্য দিয়ে একে অপরের পাশে থাকার পরামর্শ দেন। তিনি সিনিয়রদের উদ্দেশ্যে বলেন, নবীনদের সঠিক ভাবে গাইড করুন। এরই সঙ্গে নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তার পরামর্শ, কঠোর পরিশ্রম করার এই পেশায় নেই কোন শর্টকাট পরিশ্রম করলেই সফলতা এসে ধরা দেবে তখন অর্থের পেছনে দৌড়াতে হবে না তাই সময় নষ্ট না করে মনকে দৃঢ় রেখে কঠোর অনুশীলন এবং অধ্যাবসায়ের উপরেই জোর দিতে বলেন।

সুরজিৎ দে