আসানসোল, পশ্চিম বর্ধমান: কোনও সার্কুলার ছাড়া এলাকায় করা হয়েছে সার্ভে। তারপর হঠাৎ করেই গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়েছে নোটিস। কিন্তু নোটিশের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি কোনও লেটারহেড। সাদা কাগজে নোটিস দেওয়া হয়েছে নতুন প্রজেক্টের নামে। তবে কি প্রজেক্টের জন্য সার্ভে করা হয়েছে, কেন নোটিশ দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য নেই।
কুলটির রামনগর সেল কোলিয়ারি এলাকা। সেখানেই এই নোটিশ দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ করে এই গ্রামের বিভিন্ন বাড়ির দেওয়ালে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু সেই নোটিশ দেওয়া হয়েছে সাদা কাগজে। নতুন প্রজেক্ট এর কথা বলা হয়েছে। কিন্তু সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি। কোলিয়ারি কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খুলতে নারাজ।
আরও পড়ুন: কলকাতায় কত থাকবে ঝড়ের গতি? দানার কেমন প্রভাব পড়বে পাশের জেলাগুলিতে? বিরাট আপডেট
আরও পড়ুন: ঘূর্ণিঝড় দানার জের! শিয়ালদহ বিভাগে বাতিল হতে চলেছে বহু লোকাল ট্রেন, বিরাট আপডেট
এলাকার বাসিন্দারা এই নিয়ে রীতিমতো চিন্তিত। তাঁরা কোলিয়ারি কর্তৃপক্ষের এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু এই বিষয়ে তিনি বিশদে মুখ খুলতে চাননি। উল্টে তিনি জানিয়েছেন, কমিটিতে তিনি নেই। এছাড়াও বিস্তারিত তথ্য দিতে বাধ্য নন বলে জানিয়ে ওই আধিকারিক। যার ফলে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে গ্রামে। স্থানীয়রা আতঙ্কে ভুগছেন। কেন হঠাৎ করে নোটিস দেওয়া হয়েছে, কী প্রজেক্ট হবে, সে বিষয়ে কোনও তথ্য নেই তাদের কাছে, যা স্বাভাবিকভাবেই মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সকলের।