বিরল অস্ত্রোপচার করে সাফল্য

Kalyani Government Hospital: খাবার পৌঁছচ্ছে না খাদ্যনালীতে, বিরল অস্ত্রোপচার করে নজির গড়ল নদিয়ার সরকারি হাসপাতাল

কল্যাণী: বিরল অস্ত্রোপচার করে নজির নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের ইএনটি বিভাগের। রাজ্যের প্রথম এই ধরনের বিরল অস্ত্রোপচার, দাবি চিকিৎসকের। নদিয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালে সম্পন্ন হল ইএনটি বিভাগের রাজ্যের প্রথম বিরল অস্ত্রোপচার। সুস্থ রয়েছেন রোগী এমনটাই জানা যাচ্ছে চিকিৎসকদের সূত্র মারফত।

পরিবারের তরফ থেকে জানা যায়, কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি হন নদিয়ার ফুলিয়ার কৃত্তিবাস এলাকার বাসিন্দা অমিত সরকার, বয়স ৬২ বছর। চিকিৎসকদের দাবি, রোগী যে খাবার খাচ্ছেন, তা খাদ্যনালীতে পৌঁছচ্ছে না। সেই খাবার উল্টে বেরিয়ে আসছে বাইরে।

আরও পড়ুন: ধেয়ে আসবে ৫০ কিমি বেগে ঝড়! জেলার পর জেলায় বৃষ্টির তাণ্ডব, বাংলার আবহাওয়ায় বড়সড় বদল

চিকিৎসকেরা জানান, এই রোগের নাম জেনকার্স ডাইভারটিকুলাম। খাদ্যনালীর পাশে একটি থলি তৈরি হওয়ায় রোগী যে খাবার খাচ্ছেন, তা খাদ্যনালীতে না গিয়ে বাইরে বেরিয়ে আসছে। এই রোগটি খুবই বিরল। ব্যয়বহুলও। এমনকি এই রোগের অস্ত্রোপচারের সরঞ্জামও সচরাচর পাওয়া যায় না। এবং এই রোগটির অস্ত্রোপচার এই রাজ্যে প্রথম হল বলে দাবি করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর আপাতত রোগী সুস্থ। দ্রুত রোগীকে ছেড়ে দেওয়া হবে বলে চিকিৎসকরা জানান।

উল্লেখ্য, এর আগে একাধিক বিরল থেকে বিরলতম অপারেশন জেলার বিভিন্ন হাসপাতালে সম্পন্ন হলেও ইএনটি বিভাগের এই ধরনের দুরারোগ্য ব্যাধির অপারেশন জেলায় এই প্রথম বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। বর্তমানে রোগী সম্পূর্ণ সুস্থ। এবং জেলাতেই এই ধরনের পরিষেবা পেয়ে খুশি রোগী-সহ রোগীর আত্মীয় স্বজনেরা।

Mainak Debnath