নীরা আরও বলেন, ন্যানো কারখানা তৈরির জন্য রতন টাটা সিঙ্গুরকে বেছেছিলেন কারণ তিনি চেয়েছিলেন পশ্চিমবঙ্গে শিল্প আসুক এবং কর্মসংস্থান হোক৷ মন থেকে উনি সিঙ্গুরকে ভালবেসে ফেলেছিলেন৷

Ratan Tata Bharat Ratna: চলে যেতেই বিরাট পদক্ষেপ, রতন টাটাকে নিয়ে বড় সিদ্ধান্ত! এবার কী হতে চলেছে?

মুম্বই: রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। জনজোয়ার নেমেছে মুম্বইয়ে। আজ তাঁর শেষকৃত্যে অংশ নিতে মহারাষ্ট্রের তাবড় রাজনীতিবিদ, শিল্পপতিরা হাজির হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যাবেন রতন টাটার শেষকৃত্যে অংশ নিতে।
মুম্বই: রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। জনজোয়ার নেমেছে মুম্বইয়ে। আজ তাঁর শেষকৃত্যে অংশ নিতে মহারাষ্ট্রের তাবড় রাজনীতিবিদ, শিল্পপতিরা হাজির হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যাবেন রতন টাটার শেষকৃত্যে অংশ নিতে।
এই সবের মাঝেই শোক দিবস পালিত হচ্ছে মহারাষ্ট্র জুড়ে। বাতিল করা হয়েছে যাবতীয় সরকারি অনুষ্ঠান। আর এবার রতন টাটাকে ভারত রত্ন দেওয়ার দাবি উঠল মহারাষ্ট্র সরকারের তরফ থেতে। এই মর্মে একনাথ শিন্ডের নেতৃত্বে মহারাষ্ট্র ক্যাবিনেটে একটি প্রস্তাবনা পাশ করানো হয়েছে।
এই সবের মাঝেই শোক দিবস পালিত হচ্ছে মহারাষ্ট্র জুড়ে। বাতিল করা হয়েছে যাবতীয় সরকারি অনুষ্ঠান। আর এবার রতন টাটাকে ভারত রত্ন দেওয়ার দাবি উঠল মহারাষ্ট্র সরকারের তরফ থেতে। এই মর্মে একনাথ শিন্ডের নেতৃত্বে মহারাষ্ট্র ক্যাবিনেটে একটি প্রস্তাবনা পাশ করানো হয়েছে।
মহারাষ্ট্র সরকার সূত্রে খবর, রতন টাটাকে মরণোত্তর ভারত রত্ন দেওয়ার দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হবে।
মহারাষ্ট্র সরকার সূত্রে খবর, রতন টাটাকে মরণোত্তর ভারত রত্ন দেওয়ার দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হবে।
মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, আজ সমস্ত সরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আজ রাজ্যে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। সকাল ১০ টা থেকে বিকেল চারটে পর্যন্ত দক্ষিণ মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে রতন টাটার মরদেহ শায়িত থাকবে।
মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, আজ সমস্ত সরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আজ রাজ্যে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। সকাল ১০ টা থেকে বিকেল চারটে পর্যন্ত দক্ষিণ মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে রতন টাটার মরদেহ শায়িত থাকবে।
সাধারণ মানুষ সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানাচ্ছেন। তারপর মুম্বইয়ের ওরলি এলাকায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

সাধারণ মানুষ সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানাচ্ছেন। তারপর মুম্বইয়ের ওরলি এলাকায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, নিজের প্রাপ্য ডিভিডেন্ডের অধিকাংশই তিনি টাটা ট্রাস্টে দান করতেন। তিনি সারা জীবনে ১.২ বিলিয়ন ডলার অর্থ দান করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে দান করেছেন রতন টাটা।
প্রসঙ্গত, নিজের প্রাপ্য ডিভিডেন্ডের অধিকাংশই তিনি টাটা ট্রাস্টে দান করতেন। তিনি সারা জীবনে ১.২ বিলিয়ন ডলার অর্থ দান করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে দান করেছেন রতন টাটা।