কাঠের রথ তৈরি করে পরিবারকে সাহায্য করছে স্কুল পড়ুয়া শুভম

Jagannath Rath Yatra 2024: পড়াশোনার ফাঁকেই রথ তৈরি করে বিক্রি ! বাবা মাকে সাহায্য করছে স্কুল পড়ুয়া

হাওড়া: স্কুল পড়ুয়া শুভমের হাতে তৈরি হচ্ছে জগন্নাথ দেবার রথ! নিজের লেখাপড়ার ফাঁকে কাঠের রথ তৈরি করে বাবা মায়ের পাশে দাঁড়াচ্ছে নাবালক। যদিও এবারই প্রথম নয়। গত কয়েক বছর ধরে বাবার কাছে একটু একটু করে কাঠের রথ তৈরি শেখা। এবার আগাগোড়া নিজেই তৈরি করছে। রথের দড়িতে টান দিলে হয় পুণ্য লাভ। তাই দিনে দিনে এই ছোট রথের চাহিদা বেড়ে চলেছে। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ রথের দড়ি টেনে জগন্নাথের আশীর্বাদ পেতে পুরীতে হাজির হয়। বাংলার বিভিন্ন প্রান্তে রথের অনুষ্ঠান আয়োজন হয়। আবার এই বাংলাতে ছোট রথ টানার চল রয়েছে। রথের এক দেড় মাস আগে থেকে এই সমস্ত রথ বিক্রি হতে দেখা যায়। সেই রথ তৈরিতেই চরম ব্যস্ত স্কুল পড়ুয়া শুভম।

আরও পড়ুন:  শখের বশেই অভিনয় থেকে গান! ভাইরাল হাওড়ার এই গৃহশিক্ষক

হাওড়া জেলার বেশকিছু প্রাচীন রথ রয়েছে। তার মধ্যে আন্দুলের জমিদার বাড়ির রথ বিখ্যাত। প্রাচীন সেই নিয়ম রীতি আজও নিষ্ঠার সঙ্গে মেনে আয়োজন হয় রথ। এই রথের দড়িতে টান দিতে বহু দূর থেকে মানুষ আসেন। এই রথ কেন্দ্র করে প্রতিবছর আয়োজন বিশাল মেলা। রথ আর কয়েকটা দিন বাকি। জমিদারের রথের চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। এদিকে আন্দুলের দক্ষিণ মহিারি চাঁদনী বাগান এর শুভম ব্যস্ত রথ তৈরিতে। জানা যায়, প্রায় এক মাস আগে থেকে ছোট ছোট কাঠের রথ তৈরিতে লেগে পড়ে শুভম। সেই মত এবছরও শুরু হয়েছে রথ তৈরি।

আরও পড়ুন:ছেলেমেয়েদের এই স্কুলে পাঠিয়ে স্বস্তি নেই অভিভাবকদের! চিন্তা বাড়ে বর্ষা এলেই

শুভম চৌধুরী বর্তমানে নবম শ্রেণীর ছাত্র ছোটবেলা থেকে বাবার কাছ রথ তৈরি শিখে, এবার নিজে হাতেই সম্পূর্ণ রথ বানাচ্ছে শুভম। নিজেই রথ বানায় নিজেই বিক্রি করে। তার থেকে যা আয় হয়, সংসার চালাতে পুরো টাকাটাই তুলে দেয় বাবা মার হাতে। প্রায় প্রতি বছর ২০ টা করে রথ তৈরি করে। এই বছর কয়েকটা বেশি বানাতে প্রস্তুতি নিয়েছে। একরাশ আশা নিয়ে কাঠ কাটিং করে কাঠের উপর পেরেক সেঁটে রঙ দিলেই তৈরি নজর কাড়া রথ।এ প্রসঙ্গে বাবা বাপন চৌধুরী বলেন, সারা বছর কাঠের কাজ করি। রথের আগে নিজে বানিয়ে বিক্রি করতাম। সেই কাজ ছেলে শিখে নিয়ে এখন সে নিজেই রথ বানাচ্ছে। নিজের লেখাপড়ার ফাঁকে তৈরি করছে রথ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি