ইডির নয়া দাবি।

Ration distribution case: নগদে জ্যোতিপ্রিয়র সঙ্গে লেনদেন হত আলিফ এবং আনিসুরের? উত্তর খুঁজছে ইডি

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় নয়া দাবি ইডির। কেন্দ্রীয় এজেন্সির এবার দাবি, জ্যোতিপ্রিয়, বাকিবুর, আনিসুর ও আলিফের মধ্যে নাকি কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। ইডির অভিযোগ, জ্যোতিপ্রিয়কে দফায় দফায় টাকা দিয়েছেন আনিসুর এবং আলিফ। বাকিবুরের টাকাও হাতবদল হয়েছে একাধিক দফাতে।

রেশন দুর্নীতি মামলায় সংশোধনাগারে বন্দি তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেলে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানও। বৃহস্পতিবার গভীর রাতে ইডি গ্রেফতার করে বাকিবুরের ২ আত্মীয়কে। দেগঙ্গার আনিসুর রহমান ও আলিফ নুর। সম্পর্কে দুই ভাই।

আরও পড়ুন: মাত্র কয়েক মিনিটের টর্নেডোর মতো ভয়াল ঝড়! লন্ডভন্ড হুগলির একের পর এক গ্রাম

ইডির এবার দাবি, বাকিবুর, আলিফ-আনিসুর এবং জ্যোতিপ্রিয়র মধ্যে আর্থিক লেনদেনের তারা হদিস পেয়েছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, চালকল ব্যবসায়ী আনিসুর ও আলিফের দেগঙ্গার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া নথিতেই মিলেছে আর্থিক লেনদেনের হদিস। নগদ ও অ্যাকাউন্টের মাধ্যমে নাকি চলেছে কোটি কোটি টাকার লেনদেন।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে মেঘভাঙা বৃষ্টির আশঙ্কা, উত্তরে হড়পা বান! কোন কোন জেলায় সতর্কতা?

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে দাবি, নগদে তিন দফায় প্রায় ৯৪ লক্ষ টাকা জ্যোতিপ্রিয়কে দেন আলিফ ও আনিসুর। এছাড়া জ্যোতিপ্রিয়র তিন সংস্থার অ্যাকাউন্টে ৭০ লক্ষ টাকা পাঠান এই দুই ভাই। ইডির আরও দাবি, বাকিবুরের থেকে ৯০ লক্ষ টাকা পৌঁছয় আলিফ ও আনিসুরের কাছেও।

বাকিবুরের ৯০লক্ষ টাকাও কি জ্যোতিপ্রিয়র কাছে পৌঁছে দিয়েছিলেন দুই ভাই? এই প্রশ্নের উত্তর খুঁজছে ইডি। তদন্তকারীরা এও জানতে চাইছেন,  কেন জ্যোতিপ্রিয়কে টাকা দিয়েছিলেন আলিফ-আনিসুর?  যদিও ইডির প্রশ্নের মুখে দাদা-ভাইয়ের কুলুপ বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: ১৪ লাখের চাকরি, ৬০০ বর্গ গজ জমি… বড় পুরস্কার পাচ্ছেন সিরাজ, কে দিচ্ছে জানেন?

ইডির সন্দেহ, রেশন দুর্নীতির টাকা হাত ঘুরেছে দেগঙ্গার দুই ভাই, বাকিবুর ও জ্যোতিপ্রিয়র মধ্যে। এখন হেফাজতে রয়েছেন দুই ভাই আলিফ এবং আনিসুর, চলছে জেরা। তবে সূত্রের খবর, জেরা পর্বে চূড়ান্ত অসহযোগিতা করছেন দু’জনই। জেরা পর্বে খতিয়ে দেখা হচ্ছে নথিও।